E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুর সদর হাসপাতালের ছয় চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ

২০১৬ নভেম্বর ১২ ১৭:২১:০১
শরীয়তপুর সদর হাসপাতালের ছয় চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ

শরীয়তপুর প্রতিনিধি : বিনা অনুমতিতে কর্মস্থলে উপস্থিত না থাকার কারণে শরীয়তপুর সদর হাসপাতালের ছয় চিকিৎসককে শোকজের নির্দেশ দিয়েছেন শরীয়তপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নির্মল চন্দ্র দাস। ছয় চিকিৎসক হলেন, অর্থোপেডিক্স সার্জন ডা. আকরাম এলাহী, মেডিকেল অফিসার দেবাশীষ সাহা, ডা. হাসান ইমাম, ডা. নওশাদ মাহমুদ, ডা. রাজীব শংকর কর্মকার ও গাইনী চিকিৎসক ডা. মিতু আক্তার।

শনিবার শরীয়তপুর সদর হাসপাতালের এই ছয় চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত ছিল। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নির্মল চন্দ্র দাস হাসপাতাল পরিদর্শনে গিয়ে কর্মস্থলে তাদের উপস্থিত না পেয়ে হাজিরা খাতায় লাল কালি দিয়ে অনুপস্থিত লিখে রাখেন। পরে সিভিল সার্জন ডা. মশিউর রহমানের নির্দেশে তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদানের জন্য প্রশাসনিক কর্মকর্তাকে দায়িত্ব দেন ডা. নির্মল চন্দ্র দাস। এই ছয় চিকিৎসের বিরুদ্ধে শোকজের প্রক্রিয়া চলছে বলে জানান হাসপাতালের প্রধান সহকারী ফজলুর রশিদ।

বজলুর রশিদ জানান, ডা. দেবাশীষ সাহা ও ডা. আকরাম এলাহী শুক্রবার পর্যন্ত কর্মস্থলে ছিল। কিন্তু তারা শনিবার বিনা আবেদনে অনুপস্থিত থাকেন। ডা. হাসান ঈমান ২০ দিন অর্জিত ছুটি ভোগ করেন। ৯ তারিখে তার ছুটি শেষ হওয়ার পরেও কর্মস্থলে হাজির হয়নি। ডা. মিতু ৯ নভেম্বর পর্যন্ত ৪ দিনের ছুটিতে ছিলেন। এরপর হাসপাতালে আর যোগদান করেননি। রাজিব শংকর বুধবার থেকে বিনা ছুটিতে অনুপস্থিত রয়েছেন। ডা. নওশাদ বুধবার ডিউটি করার পর আর হাসপাতলে আসেনি।

একটি সূত্র থেকে জানা গেছে, শরীয়তপুর ১০০ সয্যার আধুনিক সদর হাসপাতাল ঘোষনা করা হলেও ৫০ সর্যার জনবল দিয়ে চলছে এই হাসপাতালটি। মোট ১৯ জন চিকিৎকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ১০ জন। এই দশ জনের মধ্য থেকে ৫-৬ জনই নিয়মিতভাবে কোন রকমের নিয়মনীতির তোয়াক্কা না করে অনুপস্থিত থাকেন। হাসপাতালের অযোগ্য ব্যবস্থপনার কারনইে এমনটি হচ্ছে বলে ধারনা ভূক্তভোগীদের।

ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. নির্মল চন্দ্র দাস বলেন, শরীয়তপুর সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে ছয় চিকিৎসককে কর্মস্থলে উপস্থিত না পেয়ে হাজিরা খাতায় তাদের অনুপস্থিত দেখি। পরে সিভিল সার্জন ডা. মশিউর রহমানের নির্দেশক্রমে বিনা অনুমতিতে কেন তারা কর্মস্থলে উপস্থিত ছিলেন না মর্মে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছি। এর প্রক্রিয়া চলছে।

(কেএনআই/এএস/নভেম্বর ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test