E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভূমিহীন আদিবাসীদের পূর্নবাসনে ১০ একর জমি প্রদানের আশ্বাস

২০১৬ নভেম্বর ১৩ ১১:৫৯:৩৫
ভূমিহীন আদিবাসীদের পূর্নবাসনে ১০ একর জমি প্রদানের আশ্বাস

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমি থেকে উচ্ছেদ হওয়া আদিবাসী পরিবারের সদস্যদের খোঁজ খবর নিতে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ শনিবার বেলা দেড় টায় মাদারপুর ও জয়পুরপাড়া আদিবাসী  পল্লী পরিদর্শন করে তাদের ক্ষতিপুরণ সহ পূর্ণবাসনের আশ্বাস দিয়েছেন। এসময় জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান সহ জেলা ও উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ক্ষতিগ্রস্থ ভূমিহীন আদিবাসী পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, এসময় তিনি ক্ষতি পূরণসহ তাদের বসবাসের ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি জানান এজন্য গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নে ১০ একর জমি প্রাথমিক ভাবে নির্বাচন করা হয়েছে। প্রয়োজনে তাদের আরো জমি দেয়া হবে।

অপরদিকে মাদারপুর ও জয়পুরপাড়ায় সাওতাল পরিবারের সদস্যদের মাঝে গোবিন্দগঞ্জ পৌর সভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকারের পত্নী সুইটি বেগম চাল ও ডাল বিতরণ করেন। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও চাল বিতরণ করা হয়।

উল্লেখ্য , গত ৬ নভেম্বর রোববার সকালে ইক্ষু খামার এলাকায় আদিবাসী -পুলিশ সংঘর্ষে সাঁওতাল শ্যামল হেমব্রম (৩৫) ও মঙ্গল মার্ডি(৫০) নামে দুই আদিবাসী নিহত হয়।








(এসআরডি/এস/নভেম্বর ১৩ ,২০১৬ )

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test