E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাঙ্গুড়ায় পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে-মেয়ে আটক

২০১৬ নভেম্বর ১৩ ১২:৩৩:৪৫
ভাঙ্গুড়ায় পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে-মেয়ে আটক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ার উপজেলার বোয়ালমারী গ্রামে বৃদ্ধ পিতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। ঘটনায় জড়িত অভিযোগে ছেলে-মেয়েকে আটক করেছে পুলিশ। নিহত পিতা তোরাব সরদার (৭০) উপজেলার মুন্ডতোষ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত ফয়েজ সরদারের ছেলে। আটক দুই সন্তানের নাম সাদ্দাম হোসেন (২৪) ও মেয়ে ছাবিনা খাতুন (২০)।

ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান, তোরাব সরদার ও তার দুই সন্তানের মধ্যে জমিজমা নিয়ে বেশকিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাত আটটার দিকে জমি লিখে না দেয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে পিতা তোরাব সরদারের বেদম মারপিট করে তারা। এরই এক পর্যায়ে গুরুতর আহত হলে পিতাকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। পরে অবস্থার অবনতি হওয়ায় শনিবার ভোরে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে মারা যান বৃদ্ধ পিতা তোরাব সরদার।

ওসি রউফ আরো জানান, ঘটনার পরপরই জড়িত অভিযোগে ছেলে সাদ্দাম ও মেয়ে ছাবিনাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাতিজা আমির হোসেন বাদি হয়ে তোরাবের স্ত্রী সোহাগী খাতুন, ছেলে সাদ্দাম, মেয়ে ছাবিনা ও জামাই মনিরুলকে আসামী করে মামলা দায়ের করেছেন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটককৃতদের পাবনা জেলহাজতে পাঠানো হয়েছে।

তবে পুলিশের হাতে আটকের পর ছেলে মেয়ে ছাবিনা দাবি করেন, সম্পত্তির জন্য নয়, বাবা প্রায়ই মারধর করতেন এবং মাকে তালাক দেয়ার চেষ্টা করছিলেন। এ নিয়ে এলাকায় বিচার শালিসও হয়েছে। কিন্তু আমার বাবা থামেনি। শুক্রবার রাতে ক্ষুব্ধ হয়ে ভাই সাদ্দাম বাবাকে লাঠি দিয়ে মারার পর মারা যায়। তবে এমনটা আমরা চাইনি।

সাদ্দাম জানান, আমরা বড় হয়েছি। এই বয়সে যদি বাবা আমার মাকে ছেড়ে দেয়ার কথা বলে আমরা মুখ দেখাবো কি করে। তাই রেগে গিয়ে লাঠি দিয়ে পায়ে আঘাত করছিলাম। রক্তক্ষরণে বাবা মারা গেছে। আমি তাকে মেরে ফেলার জন্য আঘাত করিনি।



(এসএইচএম/এস/নভেম্বর ১৩ ,২০১৬ )

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test