E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাউফল স্বাস্থ্য সহকারীদের মিষ্টি বিতরণ

২০১৪ জুন ১৩ ১৮:১৩:৩০
বাউফল স্বাস্থ্য সহকারীদের মিষ্টি বিতরণ

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের একই সঙ্গে প্রধান সহকারী মো. নাসির উদ্দিন, পরিসংখ্যান সহকারী মিজানুর রহমান ও ইপিআই টেকনিশিয়ান ইউসুফ আলীকে বদলীর আদেশ দেয়া হয়েছে।

গত বুধবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. সাঈদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলীর আদেশ দেয়া হয়। এদের মধ্যে নাসির উদ্দিনকে বরগুনা জেলার তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মিজানুর রহমানকে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয় বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে।

এর আগে বিভিন্ন অযুহাতে অর্থ আদায়, রোগীর খাবার সরবরাহে অনিয়ম, ওষুধপত্র বিক্রিসহ হামরুবেলা ক্যাম্পেইনের স্বাস্থ্য কর্মীদের সরকারী বরাদ্ধের সন্মানী ভাতা থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ওঠে ওই তিন সহকারীর বিরুদ্ধে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস ঘেরাওকরে তাদের অপসারণের দাবিতে আন্দোলন করে মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা।

শুক্রবার বিকালে বদলীর আদেশের কথা জানাজানি হলে উপজেলা কমপ্লেক্সের সামনে কয়েকজন স্বাস্থ্য কর্মীকে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। অনিয়ম দুর্ণীতির দায়ে এর আগেও নাসির উদ্দিন, মিজানুর রহমান ও ইউসুফ আলীকে অন্যত্র বদলী করা হলেও কয়েক দিন পরেই আবার একই জায়গায় ফিরে আসেন তারা।

প্রভাবশালী ওই তিন সহকারীর কাছে জিম্মি হয়ে পড়েন স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী। তাদের অলিখিত নিয়মনীতিতেই পরিচালিত হয় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম বদলীর আদেশের কথা স্বীকার করে জানান, ‘অর্থ আত্মসাত ও যৌনহয়রানীসহ ওই তিন জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।’

এমএবি/এটিআর/জুন ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test