E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

২০১৪ এপ্রিল ০৯ ১৬:০২:১৩
আগৈলঝাড়ায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দেশে আউশের আবাদ বাড়াতে কৃষি মন্ত্রণালয়ের প্রণোদনা বাজেটের আওতায় বরিশালের আগৈলঝাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের মধ্যে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করেণ দ্বিতীয়বারের মত নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান।

এসময় উপজেলার পাঁচটি ইউনিয়নের ১শ জন প্রান্তি চাষিকে ৫ কেজি করে উফসী আউশ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজিড্যাব, ১০ কেজি পটাশ (এমওপি)সার ও তাদের স্ব স্ব ব্যাংক একাউন্টে ৩শ করে টাকা বিতরণ করা হয়। এছাড়াও স্থানীয় আবহাওয়ায় চাষাবাদের উপযোগী নেরিকা জাতের আউশ ধানের ১০ কেজি করে বীজ দেয়া হয় ৫ জন চাষিকে। ওই চাষিদের সম পরিমান সার ও ৬শ টাকা করে প্রদান করা হয়। অন্যান্যদের মধ্যে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, ওসি মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আ’লীগ সভাপতি ইউসুফ মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, উপসহকারী কৃষি কর্মকর্তা খলিলুর রহমান, মোজাম্মেল হক মুন্সি, সুরেন্দ্র নাথ হাওলাদার প্রমুখ।

(টিবি/এএস/এপ্রিল ০৯, ২০১৪ )

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test