E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঝালকাঠিতে মন্দিরে হামলা

২০১৬ নভেম্বর ১৭ ১০:২৭:৫৮
ঝালকাঠিতে মন্দিরে হামলা

ঝালকাঠি প্রতিনিধি :ঝালকাঠিতে পূজার অনুষ্ঠান চলাকালে শহরের কালি মন্দিরে হামলা চালিয়েছে মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় সংঘর্ষে পুলিশ সদস্যসহ অন্তত ‌আটজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মন্দির কমিটির সঙ্গে জমি নিয়ে স্থানীয় কয়েকজন চাল ব্যবসায়ীর বিরোধ চলছিল। মন্দির সম্প্রসারণের জন্য ব্যবসায়ীদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিলেও তারা যাননি। সম্প্রতি মন্দির কমিটি টিন দিয়ে চারদিকে বেড়া দিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হন চাল ব্যবসায়ীরা। এ নিয়ে মামলাও চলছিল।

রাতে মন্দিরে কার্তিক পূজা চলছিল। পূজার অনুষ্ঠানে প্রসাদ বিতরণকালে চাল ব্যবসায়ী হাকিম তালুকদার, দুলাল দেবনাথ, গোপাল দেবনাথ এবং সমির দেবনাথের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে।

এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে মন্দিরের প্রতিমা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীদের ধাওয়া করে। হামলাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় হামলায় এক পুলিশ সদস্যসহ আটজন আহত হন। আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কালী মন্দিরের সাধারণ সম্পাদক প্রণব কুমার নাথ ভানু বলেন, "মন্দিরের পাশে চাল ব্যবসায়ীদের সঙ্গে বিরোধের জের ধরে এ হামলা হয়েছে।"

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব বলেন, "পুরো এলাকা এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। হামলাকারীরা পালিয়েছে।" তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।




(ওএস/এস/নভেম্বর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test