E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে 'তথ্য অধিকার আইন' বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ

২০১৬ নভেম্বর ১৭ ১৫:১৬:২৯
চাটমোহরে 'তথ্য অধিকার আইন' বিষয়ক অবহিতকরণ প্রশিক্ষণ

চাটমোহর(পাবনা) প্রতিনিধি :পাবনার চাটমোহরে বৃহস্পতিবার উপজেলা পর্যায়ে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ বিষয়ক দিনব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

তথ্য কমিশন ও চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য দেন তথ্য কমিশনার ও সাবেক সচিব নেপাল চন্দ্র সরকার।

চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার বেগম শেহেলী লায়লা সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তথ্য কমিশনার ও সাবেক সচিব নেপাল চন্দ্র সরকার।

প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নেন, ভাইস চেয়ারম্যান নুরুল করিম খান আরজ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সুফিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রওশন আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার অধ্যক্ষ মিজানুর রহমান, অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার, প্রধান শিক্ষক মো. আব্দুস ছালাম, আলহাজ্ব আনোয়ারা বেগম, থানার এসআই রজমান আলী, এছাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সচিবসহ ৬০ জন প্রশিক্ষণে অংশ নেন।


(এসএইচএম/এস/নভেম্বর ১৭, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test