Pasteurized and Homogenized Full Cream Liquid Milk
E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

'বন্দুকের গুলির চেয়ে কলমের শক্তি অনেক বেশী'

২০১৬ নভেম্বর ১৯ ১৩:৪৫:২৯
'বন্দুকের গুলির চেয়ে কলমের শক্তি অনেক বেশী'

বান্দরবান প্রতিনিধি :পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, দেশ, জাতি ও সমাজ পরিবর্তন করতে হলে জাতিকে সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষিত জাতিই পারে স্বনির্ভর রাষ্ট্র গঠন ও পরিচালনা করতে। ডিজিটালের এই যুগে শিক্ষার বিকল্প নেই।কারণ বন্দুকের গুলির চেয়ে একটি কলমের শক্তি অনেক বেশী। কলমের কালির একটি স্বাক্ষর দিয়ে অপরাধীকে কঠিন শাস্তি দিতে পারে, তাই রাষ্ট্রীয় সকল কাজে কলমের গুরুত্ব অপরিসীম।

শুক্রবার দুপুরে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় এমএনপি’র আত্মসমর্পন করা ম্রো জনগোষ্ঠির মাঝে গাভী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত পাহাড়ী খামার প্রকল্পের আওতায় ম্রো জনগোষ্ঠির ২৫টি পরিবারকে এই গাভী বিতরণ করা হয়।

আলীকদম উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত গাভী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, রিজিয়ন কমান্ডার ব্রীগেডিয়ার জেনারেল মোঃ জুবায়ের সালেহীন, জেলা প্রশাসক দিলীপ কুমার বনিক, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, আলীকদম সেনা জোন কমান্ডার লে. কর্ণেল মোঃ সরোয়ার হোসেন, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরিফ হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আজিজ, জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাশ, মোঃ মোস্তফা জামাল, সিংইয়ং ম্রো, ফাতেমা পারুল, লামা উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ ইসমাইল, আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সারোয়ার আলম, লামা পৌর মেয়র জহিরুল আলম. উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, সুয়ালক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ম্রো নেতা রাংলাই ম্রোসহ পদস্থ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পার্বত্য প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, গত নভেম্বরে ম্রো ন্যাশনাল পাটির সশস্ত্র সদস্য যারা আত্মসমর্পনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে তাদেরকে সরকারী ভাবে পুর্নবাসন করা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের যাচাই বাছাই করে শিক্ষিত বেকারদের সরকারী বিভিন্ন সংস্থা ও পুলিশ বাহিনীতে চাকুরীর ব্যবস্থা করা হচ্ছে। এ ছাড়াও পরিবার গুলোকে স্বর্নিভর জাতি হিসেবে গড়ে তুলতে নানা উন্নয়ন মুখি প্রকল্প বস্তবায়ন করা হচ্ছে।

এদিকে পার্বত্য প্রতিমন্ত্রী আলীকদম উপজেলায় পৌছার পর আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বাগত জানান এবং মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে উপজেলা রেষ্ট হাউসে নিয়ে আসেন। পরে পর্যটকদের যাতায়াতের জন্য আলীকদম-আলীর সুড়ঙ্গ সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

নির্মাণাধীন এই সড়কের নির্মাণ ব্যয় ধরা হয় ২ কোটি ২৫ লক্ষ টাকা। এলজিইডি’র বান্দরবান প্রকৌশল বিভাগ এই কাজটি বাস্তবায়ন করছে। এ ছাড়াও দুপুরে চৈক্ষ্যং ইউনিয়নের ফুটের ঝিরি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২ কোটি ৭৪ লক্ষ টাকা ব্যয়ে এই সড়কটি নির্মাণ করা হচ্ছে।
(এএফবি/এস/নভেম্বর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ জুন ২০১৯

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test