E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ৩ চরমপন্থীর মৃত্যুদণ্ডাদেশ

২০১৪ এপ্রিল ০৯ ১৬:২৭:১২
বাগেরহাটে ৩ চরমপন্থীর মৃত্যুদণ্ডাদেশ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে অস্ত্র ও চাঁদার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে চরমপন্থী পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টির (এমএল জনযুদ্ধ) এক সদস্যকে গলাকেটে হত্যার দায়ে অপর ৩ চরমপন্থী সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। বুধবার দুপুরে বাগেরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম সোলায়মান এই দণ্ডাদেশ প্রদান করেন। একই মামলায় অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। রায় ঘোষণাকালে মৃত্যুদণ্ড প্রাপ্ত ৩ চরমপন্থী সদস্য পলাতক ছিল। দণ্ডাদেশ প্রাপ্তরা হলো বাগেরহাটের মংলা উপজেলার কুমারখালী গ্রামের মান্নান সেখের ছেলে শহীদ শেখ (৩৭) ও একই গ্রামের জামাল সুপারভাইজারের ছেলে ইয়াছিন আলী (৩১) ও রামপাল উপজেলার কুমলাই গ্রামের ইউসুফ হাওলাদারের ছেলে ইয়াছিন হাওলাদার।

মামলার বিবরণে জানা যায়, চরমপন্থী সদস্য শহীদ ভিকটিম মিজানকে একটি অগ্নেয়াস্ত্র দেয়। পরে এই আগ্নেয়াস্ত্র ও চরমপন্থীদের নামে আদায়কৃত চাঁদার টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে ২০০৫ সালের ৭ জুন আসামীরা মিজানকে বিবাহ দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী রামপাল উপজেলার মিরাখালী বেড়ী বাঁধের উপর নিয়ে ভোররাতে জবাই করে হত্যা করে। এই ঘটনায় নিহত মিজানের বড় ভাই সাইদ সরদার ৮ জুন রামপাল থানায় চরমপন্থী দলের ৩ সদস্যের নামে একটি হত্যা মামলা দায়ের করে। এই মামলার দীর্ঘ তদন্ত শেষে সিআইডি পুলিশের পরিদর্শক মো. আফসার উদ্দিন গাজী ৫ জনকে অভিযুক্ত করে পরের বছর ২৯ নভেম্বর আদালতে চার্জশীট দাখিল করে। স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহন ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় প্রদান করেন। একই মামলা অপর এক আসামী সরদার মাসুদুর রহমানকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেন।
(একে/এএস/এপ্রিল ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test