E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মংলায় ৪ দিনেও উদ্ধার হয়নি আটকে পড়া পণ্য বোঝাই বিদেশি জাহাজ

২০১৬ নভেম্বর ১৯ ১৯:৩৫:০৭
মংলায় ৪ দিনেও উদ্ধার হয়নি আটকে পড়া পণ্য বোঝাই বিদেশি জাহাজ

শেখ আহসানুল করিম, বাগেরহাট :মংলা বন্দর চ্যানেলের ফেয়ারওয়ে বয়া এলাকায় বঙ্গোপসাগরে ডুবোচরে আটকে পড়া লবণবোঝাই বিদেশি জাহাজটি চার দিনেও উদ্ধার করা সম্ভব হয়নি।

ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি তানভিন’ নামের এ জাহাজটি ১৮ হাজার ৭০০ টন লবণ নিয়ে ভারতের কানলা বন্দর থেকে মংলা বন্দরে আসার পথে বুধবার ভোরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় বন্দর চ্যানেলের ডুবোচরে আটকা পড়ে।

মংলা বন্দর মাস্টারের ভুলে ডুবোচরে আটকা পড়া জাহাজটি এখন ফেয়ারওয়ের ১৩ ও ১৪ নম্বর বয়া এলাকার মাঝামাঝি স্থানের ডুবোচরে আটকে রয়েছে। এদিকে জাহাজটি দ্রুত ডুবো চর থেকে সরিয়ে নেয়ার জন্য লাইটার জাহাজ যোগে লবণ খালাস করা হচ্ছে । লবণ খালাসের পর বিপদমুক্ত এবং নিরাপদে জাহাজটি ডুবোচর থেকে নামানো সম্ভব হবে বলে শনিবার রাতে জানিয়েছে মংলা বন্দর কর্তৃপক্ষ।

মংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার ওয়ালিউল্লাহ জানান, ‘এমভি তানভিন’ নামের এ জাহাজটি প্রায় ১৮ হাজার ৭শ’ মেট্টিক টন লবণ নিয়ে ভারতের কানলা বন্দর থেকে মংলা বন্দরে আসার পথে বুধবার ভোরে পশুর চ্যানেলে প্রবেশ কালে মাস্টারের (চালক) ভুলে নৌপথ হারিয়ে ডুবোচরে আটকা পড়ে। ফেয়ারওয়ের ১৩ ও ১৪ নম্বর বয়া এলাকার মাঝামাঝি স্থানের ডুবো চরে জাহাজের বর্তমান অবস্থান রয়েছে।

তিনি আরও জানান, সমুদ্র পথে আগমন-নিগর্মনের চ্যানেল থেকে লবণ বোঝাই জাহাজটি প্রায় এক কিলোমিটার বাইরে রয়েছে। আর মূল চ্যানেল দিয়ে জাহাজ যাতায়াতে কোন সমস্যা নেই। ভিয়েতনামের পতাকাবাহী এ জাহাজটি নিরাপদে সরিয়ে নেয়ার চেষ্টায় লাইটারেরজ জাহাজের মাধ্যমে লবণ খালাসের কাজ চলছে। এ জন্য শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান মেসার্স গ্রীন এন্টারপাইজ লবণ খালাসের কাজ চালিয়ে যাচ্ছে।

বর্তমানে জাহাজটি ডুবোচরে কিছুটা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। চ্যানেলে বাণিজ্যিক জাহাজ নির্বিঘ্নে আগমন-নির্গমন করছে। এছাড়া জাহাজে অবস্থানরত মাস্টার ও ২২ জন বিদেশি নাবিক নিরাপদ ও সুস্থ রয়েছে।


(এসএকে/এএস/নভেম্বর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test