E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আদিবাসী-সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ

২০১৬ নভেম্বর ২০ ১৪:১৭:৩১
আদিবাসী-সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ

শেরপুর প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাগদা ফার্মে আদিবাসী সাঁওতালদের ওপর হামলা, উচ্ছেদ, গুলিবিদ্ধ হতাহতের ঘটনা, ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে হিন্দুরে ওপর হামলা-মন্দির ভাংচুর সহ দেশের বিভিন্নস্থানে আদিবাসী ও সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নাগরিক সংগঠন জনউদ্যোগ ও বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে শহরের পৌর টাউন হল চত্বরে ২০ নবেম্বর রবিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ স্বেচ্ছাসেবী সংগঠন ‘আর্তনাদ’, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ, চাইল্ড ফোরাম নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশ জনউদ্যোগ আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মাঝে শিক্ষাবিদ-গবেষক ড. সুধাময় দাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, নারী নেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী, কবি তালাত মাহমুদ, পৌরসভার মহিলা কাউন্সিলর মাহমুদা খানম ডলি, আ’লীগ নেতা শামীম আহমেদ, কমিউনিস্ট পার্টির সেক্রেটারি সোলায়মান আহমেদ, আদিবাসী নেতা সুমন্ত বর্মন, আনসেং সাংমা, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, আর্তনাদ সম্পাদক এমদাদুল হক রিপন, ডিবেটিং ক্লাবের শুভংকর সাহা, ঘাতক দালাল নির্মূল কমিটির আ.স.ম নাসিম নয়ন, অবসরপ্রাপ্ত প্রকৌশলী মনোরঞ্জন দে প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা সংখ্যালঘুদের ওপর হামলা, লুন্ঠন, হত্যাকান্ড, অগ্নিসংযোগ ও প্রতিমা ভাংচুরের তীব্র প্রতিবাদ করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেই সাথে সাম্প্রদায়িক তান্ডব সারাদেশে ছড়িয়ে দেয়ার জন্য ফেসবুকসহ অনলাইনে যারা অপচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।





(এইচবি/এস/নভেম্বর ২০, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test