E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাদারীপুরে বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও ফলদ গাছের চারা বিতরণ

২০১৬ নভেম্বর ২১ ১৬:৩৯:৪১
মাদারীপুরে বিনামুল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও ফলদ গাছের চারা বিতরণ

মাদারীপুর প্রতিনিধি :আশা-মাদারীপুর জেলার উদ্যোগে সোমবার দিনব্যাপী সদস্যদের সাথে মত বিনিময়, বিনামূল্যে ফিজিওথেরাপী, ব্লাড পেশার ও ডায়াবেটিস পরীক্ষাসহ স্বাস্থ্যসেবা প্রদান ও ফলদ গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান ও অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন পৌরসভার মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা-কেন্দ্রীয় কার্যালয়ের জয়েন্ট ডেপুটি ডিরেক্টর খন্দকার মো. শহীদুল আলম, এ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মো. আলী আজগর ভূঁইয়া, আশা-মাদারীপুর জোন এর জেড.এম মো. আবেদ আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর জেলা সিনিয়র ডিএম আলমগীর আহমেদ।
অনুষ্ঠানে ৫০ জন সদস্যকে বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও ৫৫ জন সদস্যকে বিনামূল্যে ফিজিওথেরাপী, ব্লাড পেশার ও ডায়াবেটিস পরীক্ষার মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে আশার কর্মকান্ডের প্রশংসা করে মাদারীপুর জেলায় আশা’র সকল কর্মসূচীর সম্প্রসারণের মাধ্যমে সেবার পরিধি বৃদ্ধির জন্য অনুরোধ করেন এবং সব ধরণের সহযোগিতার অশ্বাস দেন।

আশা’র জয়েন্ট ডেপুটি ডিরেক্টর খন্দকার মো. শহীদুল আলম আশা’র বর্তমান কর্মকান্ডের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ”আশা’র জন্মই হয়েছে মানুষের সেবার জন্য”। আশা কোন অনুদান ছাড়া নিজস্ব অর্থায়নে সারাদেশে প্রায় ৩ হাজার ব্রাঞ্চের মাধ্যমে প্রায় ৮০ লাখ পরিবারের ঋণ সহায়তা ছাড়াও সদস্যদের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, মৎস্যচাষ, ফরেন রেমিটেন্স, ভার্মিকম্পোস্ট প্রভৃতি কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে।



(এএসএ/এস/নভেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test