E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বান্দরবানে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০১৬ নভেম্বর ২৩ ১৭:৫৬:১৩
বান্দরবানে করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আল ফয়সাল বিকাশ, বান্দরবান : বান্দরবান ক্ষুদ্র নৃ গোষ্ঠি সাংস্কৃতিক ইনিষ্টিটিউট হল রুমে আজ বুধবার সকাল ১১টায় “মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন ২০১২”র করদাতা উদ্বুদ্ধকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট চট্টগ্রাম অঞ্চলের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এতে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, পৌর মেয়র মোঃ ইসলাম বেবী, সেরা করদাতা অমল কান্তি দাশসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ী এবং কাস্টমস ও ভ্যাট অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বীর বাহাদুর এমপি বলেন, বাংলাদেশ একটি উন্নত দেশ ও জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবে। বঙ্গবন্ধু একটি স্বাধীন রাষ্ট্র বা ভুখন্ড দিয়েছে আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বাধীন দেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি দিতে চায়। স্বনির্ভর বাংলাদেশ গড়তে এবং দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি জন্য প্রতিটি মানুষকে নিজ উদ্যোগে আয়কর ও ভ্যাট দিতে হবে। তিনি আরো বলেন, পাহাড়ের মানুষ এখনো আয়কর ও ভ্যাট সম্পর্কে সচেতন নয়। যার কারনে ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে দুরত্ব রয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সাথে একাধিকবার আলোচনার মাধ্যমে ভ্যাট কর্মকর্তা ও জনগনের মধ্যে দুরত্ব কমিয়ে আনতে পারলে প্রতিটি সেক্টরের মানুষ তার আয়কর ও ভ্যাট দিতে আগ্রহী হয়ে উঠবে।

মুক্ত আলোচনায় অনেকে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার দাবী জানান। এই দাবির পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য এলাকার পশ্চাৎপদতার কারণে নানা ধরনের সমস্যা রয়েছে সব সমস্যা চিহ্নিত করে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করা যেতে পারে। ব্যক্তিগতভাবে তিনি এ বিষয়ে সরকারের উচ্চ মহলের সাথে আলোচনা করবেন বলে তিনি আশ্বাস দেন।

চট্টগ্রাম কর অঞ্চলের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়ার বলেন, বান্দরবানের এই কর্মশালা থেকে অনেক কিছু অর্জিত হয়েছে। এখানকার মানুষের সাথে কাস্টমস ও ভ্যাট কর্মকর্তাদের মধ্যে দুরত্ব কমিয়ে সেতুবন্ধন তৈরী করা প্রেরনা দিয়েছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর। তিনি সাধারণ মানুষকে নিয়ে রাজনীতি করেন বলেই জনগনের নেতা হয়েছেন। প্রতিমন্ত্রী বীর বাহাদুরের ভুঁয়সী প্রশংসা করে তিনি তার সহকর্মীদের বিনয় সুচক নম্র আচরনের মাধ্যমে জনগনের কাছে সেবা পৌছে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

(এএফবি/এএস/নভেম্বর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test