E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জ হৃদয়ের বাংলাদেশ ও সংবিধান এর আলোকে প্রেজেন্টেশন কনটেস্ট

২০১৬ নভেম্বর ২৩ ১৯:০১:৩২
গোপালগঞ্জ হৃদয়ের বাংলাদেশ ও সংবিধান এর আলোকে প্রেজেন্টেশন কনটেস্ট

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে “হৃদয়ের বাংলাদেশ ও সংবিধান” এর আলোকে প্রেজেন্টেশন কনটেস্ট অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে এ কনটেস্ট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন প্রধান অতিথি এবং সদ্য অবসরপ্রাপ্ত গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ খন্দকার কামালউজ্জামান ও যুগ্ম-জেলা ও দায়রা জজ কবির উদ্দিন প্রামাণিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাজিউর রহমান এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এসময় একই বিভাগের শিক্ষক মানছুরা খানম ও বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার তসলিম আহম্মেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষকার্থীরা গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আলোকে পোস্টার প্রেজেন্টেশন কনটেস্টে অংশ নেন।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উপস্থাপিত প্রেজেন্টেশন গুলো ঘুরে ঘুরে দেখেন ও তাদের মতামত শুনেন। পরে অতিথিবৃন্দ তাদের মতামত ব্যাখ্যা করেন।

(পিএম/এএস/নভেম্বর ২৩, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test