E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্গাপুরে ফেডারেশন পর্যায়ে কর্মশালা ও বজেট পর্যালোচনা

২০১৬ নভেম্বর ২৪ ১৪:৪৩:৩৮
দুর্গাপুরে ফেডারেশন পর্যায়ে কর্মশালা ও বজেট পর্যালোচনা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বেসরকারি উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর একটি প্রকল্প ‘‘সুশাসনের জন্য গণসংগঠন শক্তিশালীকরণ’’(Scope) এর আওতায় দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়ন পরিষদে ফেডারেশন পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার সুশাসনের জন্য গণসংগঠন শক্তিশালীকরণ-Scope প্রকল্পের আওতায় দুর্গাপুর উপজেলার ৫টি সমাজকল্যাণ সংস্থায় (বাকলজোড়া, দেবথৈল, কুল্লাগড়া, গাঁওকান্দিয়া ও চন্ডিগড় সমাজকল্যাণ সংস্থা ) এর ডিএসকে-স্কোপ প্রকল্পের ফেডারেশন পর্যায়ের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ ও ডিএসকে-স্কোপ প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ৪ বছরের ফেডারেশন এর সফলতা, কি করলে আরো ভাল হতো এবং ভবিষ্যতে কি করা হবে তা নিয়ে আলোচনা করা হয়।

একই প্রকল্পের আওতায় দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়ন পরিষদে বাজেট পর্যালোচনা সভা ২০১৬-২০১৭ অনুষ্ঠিত হয়।

বুধবার উক্ত বাজেট পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন ইউ,পি চেয়ারম্যান আলতাবুর রহমান কাজল। এছাড়া পরিষদের সেক্রেটারী মোঃ মজিবুর রহমান সহ সকল সদস্যবৃন্দ ও ডিএসকে-স্কোপ প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ আখতারুাজ্জামান ভুঁইয়া, অর্থ কর্মকর্তা আল আমিন ও সিএম নিরন্তব বনোয়ারী, চন্ডিগড় সমাজকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ ও এলাকাবাসি উপস্থিত ছিলেন। বাজেট পর্যালোচনা সভায় পরিষদের বাজেট ও কি কি খাতে খরচ করা যাবে তা নিয়ে আলোচনা করা হয়। হতদরিদ্রদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে বাজেটের যথাযথ ব্যবহারের উপর জোর দেওয়া হয়।

(এফআইআর/এএস/নভেম্বর ২৪, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test