E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গোপালগঞ্জে ট্রলি চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, প্রতিবাদে মানববন্ধন

২০১৬ নভেম্বর ২৫ ১৪:৪৪:৪৭
গোপালগঞ্জে ট্রলি চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কে ট্রলি চাপায় মোঃ হাবিবুর রহমান হাবিব (২৬) নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে শহরের মৌলভীপাড়ার আব্দুল জব্বারের ছেলে ও গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে এলএলবি (পাস)কোর্সের প্রথম বর্ষের ছাত্র।

ঘটনার পর জেলা প্রশাসক মোঃ মোখলেসুর রহমান সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও তার স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান হাবিব বিশ্ববিদ্যালয় থেকে মটর সাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে একটি ব্যাটারী চালিত রিক্সাভ্যান তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল নিয়ে রাস্তার ওপর পড়ে যান। এ সময় একটি দ্রুতগামী মাটি বহনকারী ট্রলি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ ঘটনার প্রতিবাদে ও শহরের মধ্যে অবৈধ ট্রলি বন্ধের দাবিতে দুপুর ১২ টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘটনাস্থল জেলা প্রশাসকের বাসভবনের সামনের সড়কে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে আইন বিভাগের সহযোগি অধ্যাপক মোঃ রাজিউর রহমান, একই বিভাগে শিক্ষক মানছুরা খানম, রূবায়েত হাসান, বিশ্ববিদ্যালয়ের স্টেট অফিসার তসলিম আহম্মেদ, শিক্ষার্থী মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর, ফারজানা ইসলাম তন্নি, বিভূতিভূষণ বিশ্বাস, তাহমিনা আকতার প্রমুখ বক্তব্য রাখেন।

পরে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করে ঘাতক ট্রলি চালককে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি দাবি ও জেলা শহরের মধ্যদিয়ে অবৈধ ট্রলি বন্ধেরও দাবি জানিয়েছেন। জেলা প্রশাসক শহরের মধ্যদিয়ে ট্রলি চলাচল বন্ধ ও ঘাতক ট্রলি চালককে গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।

আগামীকাল শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কালো ব্যানার টানানো ও শিক্ষক-শিক্ষার্থীদের কালোব্যাজ ধারন ছাড়াও আছরবাদ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

(পিএম/এএস/নভেম্বর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test