E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশাল-৫ আসনের উপ-নির্বাচন রবিবার

২০১৪ জুন ১৪ ১৩:২৫:১৮
বরিশাল-৫ আসনের উপ-নির্বাচন রবিবার

বরিশাল প্রতিনিধি : বরিশাল-৫ (সদর) আসনের উপ নির্বাচন রবিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটগ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

শনিবার রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. শহীদুল আলম উত্তরাধিকার ৭১ নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ করতে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন বরিশাল জেলা নির্বাচন কমিশন। সদর আসনের ১০টি ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ১৫৯টি কেন্দ্রে ব্যালট বাক্সসহ নির্বচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে।নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এ নির্বাচনে মোতায়েন থাকবে ৬ প্লাটুন বিজিবি। পুলিশের ৩৫টি ভ্রাম্যমাণ দল নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকবে। এছাড়া মহানগরীর ৪ থানায় একটি করে মোট চারটি ভ্রাম্যমাণ দল স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে এবং নৌপথ পরিবেষ্টিত এলাকায় নাশকতা ঠেকাতে কোস্টগার্ডের সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন।

(ওএস/এটিঅার/জুন ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test