E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ভয়, আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় কুঁকড়ে রয়েছে পালপাড়া

২০১৬ নভেম্বর ২৫ ১৯:২০:৪৮
ভয়, আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় কুঁকড়ে রয়েছে পালপাড়া

রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী পাল পাড়ায় সন্ধ্যা নামে চরম আতঙ্কের মধ্যে। ভয়, আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় কুঁকড়ে রয়েছে পাল পাড়ার ৫০টি হিন্দু পরিবার। রাত বাড়ার সাথে সাথে আতঙ্কের মাত্রা বাড়লেও প্রশাসনের গৃহীত ব্যবস্থায় কেউই আশ্বস্থ্য হতে পারছেন না। সব কিছু মিলে, অজানা আতঙ্কে জড়োসড়ো হয়ে পড়েছে কুন্দশী পালপাড়ার হিন্দু পরিবারের মানুষজন।

এদিকে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে কুন্দশী পালপাড়ার তিনটি হিন্দু পরিবারের পালেংগা ও গোয়াল ঘরসহ খড়ের পালা পুড়ে যাওয়ার ঘটনায় বুধবার ক্ষতিগ্রস্ত নিরোধ পাল বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি ।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পৌর শহরের কুন্দশী পাল পাড়ায় গত মঙ্গলবার গভীর রাতে নিরোধ পালের পালেংগা ও গোয়ল ঘর, পরিতোষ পাল এবং প্রফুল্ল পালের দুটি খড়ের পালায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

এ সময় এলাকাবাসী ও লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। দুর্বৃত্তদের দেওয়া আগুনে পালেংগা ঘরে থাকা যাবতীয় মালা মাল পুড়ে গেছে। আগুনে দুটি গবাদী পশুর গায়ের চামড়া ঝলসে যায়। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে পাল সম্প্রদায়ের মানুষজনদের সার্বিক নিরাপত্তার বিষয়ে আশ্বস্থ করলেও প্রশাসনের গৃহীত কর্মকান্ডে পালপাড়ার মানুষেরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলো এখনো কোন সরকারী সাহায্য সহযোগিতা পায়নি।

গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে পালপাড়ায় গিয়ে এ সম্প্রদায়ের লোকজনদের সাথে কথা বলে জানা গেছে, কুন্দশী পালপাড়ায় কয়েক দফায় বসত বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। পাল সম্প্রদায়ের অভ্যন্তরীন বিরোধ, বিগত পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীদের বিরোধ, ভূমিদস্যু চক্রের জমি দখলের লোভের কারনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে তারা মনে করেন। ওই সম্প্রদায়ের অনিলপাল, সুবল পাল, নারায়ন পাল বলেন, ‘আমাদের এখানে অন্য সম্প্রদায়ের(মুসলমান) মানুষজনদের সাথে কোন সাম্প্রদায়িক বিরোধ নেই । দীর্ঘদিন ধরে আমরা এখানে সম্প্রীতির বন্ধনে বসবাস করে আসছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বাড়িতে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে। আগুন আতঙ্কে কাটছে আমাদের দিনরাত। আতঙ্কে বহু পরিবারের রাতের ঘুম নষ্ট হয়ে গেছে।’ এক কথায়, ভয়, আতঙ্ক আর নিরাপত্তাহীনতায় কুকড়ে রয়েছে পালপাড়ার ৫০টি হিন্দু পরিবার ।

পঞ্চাশোর্ধ অনিল পালের স্ত্রী পারুল পাল কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন,‘বুধবার সকাল থেকেই লোকের পর লোক আসছে। কাজ না করলে খাবো কি? এরকম আতঙ্কের মধ্যে কোন কাজ করা যায় ? আমরা শেখের বেটির (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কাছে ভাত চাইনা, কাজ চাইনা, চাই শুধু নিরাপত্তা। এ কথা বলার পর তিনি অঝোরে কাঁদতে থাকেন।’ দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগড়া থানার এসআই প্রবীর কুমার জানান, মামলার তদন্ত চলছে, খুব শ্রীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে । বৃহস্পতিবার বিকালে নড়াইল জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস কুন্দশী পালপাড়া পরিদর্শন করেছেন। এসময় তার সাথে ছিলেন জয়পুর ইউপি’র সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিয়ুর রহমান, পৌর আওয়ামীলীগের সম্পাদক জাকির হোসেন প্রমুখ। জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ক্ষতিগ্রস্থদের সহযোগীতার আশ্বাস দেন।

(আরএম/এএস/নভেম্বর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test