E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

২য়দিনে ৫৬ বস্তা ধান সাঁওতালদের বুঝে দেয়া হয়েছে

২০১৬ নভেম্বর ২৫ ২০:৫২:০৬
২য়দিনে ৫৬ বস্তা ধান সাঁওতালদের বুঝে দেয়া হয়েছে

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের  সাহেবগঞ্জ ইক্ষু খামারের জমিতে সাঁওতালদের রোপনকৃত ধান কাটার ২য়দিনে গতকাল শুক্রবার পুলিশের রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি পরিদর্শন করেছে। সন্ধ্যায় ২য়দিনে কাটা ৫৬ বস্তা ধান সাঁওতালদের নিকট বুঝে দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার ২য়দিনে সকাল থেকে মেশিন ও শ্রমিক দিয়ে দুই পদ্ধতিতে ধান কাটা শুরু করে চিনিকল কর্তৃপক্ষ। বিকালে পুলিশের রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি মনজুরুল ইসলাম পিপিএম সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকা পরিদর্শনে আসেন। এসময় গাইবান্ধা জেলা পুলিশ সুপার আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান ও চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়াল মাদারপুর সাঁওতাল পল্লীর বাসিন্দা আনচেল হেমব্রম’র নেতৃত্বে একটি প্রতিনিধি দলের নিকট ৫৬বস্তা ধান বুঝে দেন।

গত ১ জুলাই সাঁওতালরা রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের মোট ১৮৪২.৩০ একর জমির মধ্যে প্রায় শতাধিক একর জমি দখল করে ঝুপড়ি ঘর নির্মাণ করে বসতি স্থাপন করার পাশাপাশি প্রায় ৪৫ একর জমিতে রোপা আমনসহ বিভিন্ন ফসল চাষ করেছিল। ।





(এসআরডি/এস/নভেম্বর ২৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test