E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ময়মনসিংহে সেতু মেরামতের ১৫দিনের মধ্যে বিধ্বস্ত

২০১৪ এপ্রিল ০৯ ১৬:৫৪:০০
ময়মনসিংহে সেতু মেরামতের ১৫দিনের মধ্যে বিধ্বস্ত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কুকুয়াখালী বেইলী সেতুটি মেরামতের মাত্র ১৫ দিনের মাথায় অতিরিক্তি মাটি বোঝাই ট্রাকসহ বুধবার সকালে পুনরায় বিধ্বস্ত হয়েছে। ফলে ঢাকার সাথে পুর্বধলা, দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে।

সরেজমিন গিয়ে জানা যায়, ৫টন ধারণ ক্ষমতা সম্পন্ন ওই সড়কের কুকুয়াখালী বেইলী সেতুটি গত ১৫ মার্চ ২০১৪ইং তারিখ শনিবার সকালে ৬৩৫ বস্তা সিমেন্ট বোঝাই একটি দশ চাকার ট্রাক দূর্গাপুর যাবার সময় কুকুয়াখালী বেইলী সেতুটি পার হতে গিয়ে বিকট শব্দে সেতুটি বিধ্বস্ত হয়ে নদীতে পড়ে যায়। ফলে বেশ কিছুদিন যোগাযোগ বন্ধ থাকার পর জোড়াতালি দিয়ে সেতুটি কোনরকমে মেরামত করা হয়। এরপর থেকে সেই পূর্বের মতোই অতিরিক্ত বালি, মাটি বোঝাই ট্রাক অবাধে চলতে থাকে। ফলে ১৫ দিনের মাথায় মাটি বোঝাই ট্রাকসহ আবারো বিধ্বস্ত হলো। সড়ক ও জনপথ বিভাগ ৫ টনের অধিক ওজনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করে সাইনবোর্ড টানিয়ে তাদের দায়িত্ব শেষ করে। এ নিষেধাজ্ঞা কেউ মানছে কিনা তা দেখার প্রয়োজন বোধ করছেনা বা স্থায়ীভাবে ব্রিজটি নির্মাণ করছে না। ফলে এটা একমাত্র সড়কপথ হওয়ায় যে যার ইচ্ছামত মালামাল আনা নেয়া করছে। ক’দিন পরপর সেতু ভাঙ্গছে আর মেরামত করতে প্রতিবছর সরকারের লক্ষ লক্ষ টাকার অপচয় হচ্ছে। সেতুটি ধসে পড়ায় তিন উপজেলার হাজার হাজার মানুষকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

(এসইএম/এএস/এপ্রিল ০৯, ২০১৪)


পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test