E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আমে রাসায়নিক : রাজশাহীতে পুলিশের জিরো টলারেন্স

২০১৪ জুন ১৪ ১৪:২৭:৪৫
আমে রাসায়নিক : রাজশাহীতে পুলিশের জিরো টলারেন্স

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে আমে রাসায়নিক পদার্থ মেশানোর ঘটনার জড়িতদের গ্রেপ্তারে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালতসহ সাদা পোশাক পরিহিত পুলিশ।

ফলে গত কয়েক দিনে রাজশাহীর অসাধু আম ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে। একই সঙ্গে আমে রাসায়নিক মেশানোর হারও কমে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। ইতিমধ্যে রাসায়নিক মিশ্রিত ১৩২ মণ আজ জব্দ করে তা বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত আর অসাধু ব্রবসায়ীদের প্রায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রাজশাহী পুলিশ সুপার আলমগীর কবির কালের কণ্ঠ অনলাইনকে জানান, আমে রাসায়নিক মেশানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। গত কয়েক দিন ধরে জেলার বিভিন্ন স্থানে ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রতিদিন জেলা থেকে সাদা পোশাক পরিহিত পুলিশের কয়েকটি দল পাঠানো হচ্ছে জেলার বিভিন্ন স্থানে। সেই সেঙ্গ ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে। এর ফলে আমে রাসায়নিক মেশানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে।

(ওএস/এটিআর/জুন ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test