E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে অবৈধভাবে মধু আহরণকালে আটক ২

২০১৬ নভেম্বর ২৯ ১৮:১৪:২৪
সুন্দরবনে অবৈধভাবে মধু আহরণকালে আটক ২

বাগেরহাট প্রতিনিধি : পূর্ব-সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে মধু আহরণ করার সময় দু’মৌয়ালকে হাতেনাতে আটক করেছে বনরক্ষীরা। মঙ্গলবার দুপুরে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের ২৫নং কম্পার্টমেন্টের কেওড়াতলা এলাকা থেকে তাদেরকে আটকের পর আদালতে প্রেরন করা হয়েছে।

আটককৃতরা হলো, মোড়েলগঞ্জ উপজেলার মৃত: ফয়েজ হাওলাদারের ছেলে গফ্ফার হাওলাদার (৬৫) ও সাত্তার হাওলাদারের ছেলে মোজাম্মেল হাওলাদার (৫০)।

চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন স্টেশন কর্মকর্তা এ,কে,এম আজাদ কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনের ২৫নং কম্পার্টমেন্টের কেওড়াতলা এলাকায় অভিযান চালান হয়। এসময় ২ জনকে আটক করা হয়।

আটককৃতদের কাছ থেকে দা, মধু বহনের কন্টেইনার, ২টি খড়ের বসস্তা, ২টি দিয়াশলাই সহ মধু আহরণের কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। বন বিভাগেরর পশ-পারমিট না নিয়ে বিনা অনুমতিতে বনে প্রবেশ ও বনজ সম্পদ সংগহের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

(একে/এএস/নভেম্বর ২৯, ২০১৬)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test