E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে মাদক ও ডাকাতি প্রতিরোধে সমাবেশ

২০১৪ এপ্রিল ০৯ ১৭:০৪:১৬
রায়পুরে মাদক ও ডাকাতি প্রতিরোধে সমাবেশ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের মালিবাড়ী বাজার এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় মাদক ও ডাকাতি প্রতিরোধে গ্রামবাসীরা সমাবেশ করেছেন। এসময় মুক্তিযোদ্ধা, আইনজীবি, সমাজ সেবক, সাংস্কৃতিক কর্মী, শিক্ষক, ব্যবসায়ীসহ দুই শতাধিক গ্রামবাসী উপস্তিত ছিলেন।

এতে মুক্তিযোদ্ধা হাজি মো. তছলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য মো. শাহীন, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, এডভোকেট মনিরুল ইসলাম, সমাজ সেবক লিয়াকত পাটোয়ারী, মোহাম্মদ আলী, সাংস্কৃতিক কর্মী কামাল পাটোয়ারী, ব্যবসায়ী শাহ আলম, মুসলিম মোল্লা প্রমুখ।
গ্রামবাসী অভিযোগ করেন, গত কয়েক দিন ধরে এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক, জুয়াসহ নানা অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বেড়ে গেছে। গত ৪ এপ্রিল কেরোয়া ইউনিয়নের নুর মোহাম্মদ পাঠান বাড়ির ব্যবসায়ী স্বপন, মুজিবুল হকের ঘরে, আলী মুন্সি বাড়ি ও পাচকরি মুন্সি বাড়ির চার ব্যবসায়ীর ঘরে ডাকাতি হয়। এসময় স্বশস্ত্র ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুটে নেয়। এছাড়াও ৩০ মার্চ রাতে আবু ইউছুফ নামের ব্যবসায়ীর ২০ হাজার টাকার ভেজানো সুপারী এবং রাজু নামের আরেক ব্যবসায়ীর দেড় লাখ টাকা মুল্যের মোটর সাইকেল, নুরুল আমিন কুলুর ওয়েলডিং মেশিনসহ মুল্যবান যন্ত্রপাতি চুরি করে নিয়ে যায়। অপরদিকে বাজারের পাশের নির্জন এক সুপারী বাগানে অনেকটা প্রকাশ্যে জমজমাট বসিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। তাছাড়া এলাকার শিক্ষা প্রকিষ্ঠানগুলোতে ছাত্রীরা আসাযাওয়ার পথে বখাটেরা উত্যক্ত্য করে আসছে। মাদকসহ নানা অসামাজিক কার্যকলাপ দিনদিন বৃদ্ধি পাচ্ছ। এঘটনাগুলো ইউনিয়ন চেয়ারম্যান, পুলিশ ও উপজেলা প্রশাসনকে জানালেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। তাই গ্রামবাসি নিজেরাই এসব অসামাজিক কার্যকলাপ বন্ধে এক হয়ে কাজ করার অঙ্গিকার করেন।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আলম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও পুলিশ তৎপর রয়েছে। কোন অপরাধ বা অপরাধির বিরুদ্ধে অভিযোগ আসা মাত্রই আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।
(পিকেআর/এএস/এপ্রিল ০৯, ২০১৪)




পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test