E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গোপসাগরে মুক্তিপণের দাবিতে ৭টি ফিশিং ট্রলারসহ ২০ জেলে অপহৃত

২০১৬ নভেম্বর ৩০ ১৬:৩৫:৪৯
বঙ্গোপসাগরে মুক্তিপণের দাবিতে ৭টি ফিশিং ট্রলারসহ ২০ জেলে অপহৃত

বাগেরহাট প্রতিনিধি : বঙ্গোপসাগরের সুন্দরবন উপকূলের মান্দারবাড়িয়া এলাকা থেকে মুক্তিপণের দাবিতে ৭টি ফিশিং ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। অপহৃত জেলেদের বাড়ি বাগেরহাটের রামপাল ও সাতক্ষীরার বোয়াইলে ও চুকনগর এলাকায় বলে জানা গেছে। অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

অপহৃত জেলেদের মহাজন ও পরিবারের সদস্যরা জানান, বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলারচর সন্নিহিত বঙ্গোপসাগরের মান্দারবাড়িয়া এলাকায় বুধবার ভোরে ফিশিং ট্রলার নিয়ে মাছ শিকার করছিল একদল জেলে। এ সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা ওইসব জেলেদের উপর অতর্কিত হামলা ও লুটপাট চালায় ।

দস্যুরা জেলে বহরে হামলা চালিয়ে প্রায় অর্ধশত ট্রলারে থাকা বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ মাছ লুটে নেয়। পরে জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা জনপ্রতি ১ লাখ টাকা করে মুক্তিপণের দাবিতে ৭টি ফিশিং ট্রলারসহ ২০ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গহীন আরণ্যে নিয়ে যায়। এসব ট্রলারের মধ্যে বাগেরহাটের রামপাল উপজেলার উলুবুনিয়ার কামরুল গাজী একটি ও শ্রীফলতলার ফরহাদের একটি ট্রলার রয়েছে বলে জানিয়েছে অপহৃত জেলেদের মহাজনেরা। অপহৃত সকল জেলেদের বাড়ী বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায়।

মংলা কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী জানান, বুধবার ভোরে সুন্দরবন উপকূলের মান্দারবাড়িয়া এলাকা থেকে মুক্তিপণের দাবীতে ৭টি ফিশিং ট্রলারসহ ২০ জেলেকে অপহরণের খবর পাওয়া মাত্রই ঈধহৃত জেলেদের উদ্ধারে সকালে থেকেই অভিযান শুরু করেছে কোস্টগার্ড সদস্যরা।

(একে/এএস/নভেম্বর ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test