E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে ভূমিহীনদের মাঝে খাসজমির দলিল হস্তান্তর

২০১৬ ডিসেম্বর ০১ ১৯:০১:৫০
চাটমোহরে ভূমিহীনদের মাঝে খাসজমির দলিল হস্তান্তর

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : বহুল আলোচিত পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়ার খাসজমি স্থানীয় ভূমিহীনদের মাঝে স্থায়ী বন্দোবস্তের কবুলিয়াত দলীয় হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকেলে রাজশাহী বিভাগীয় কমিশনার মো: আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে ৫শ’ ভূমিহীন পরিবারের মাঝে এসব দলিল হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার সেই উন্নয়নকে আরও বেগবান করেছে। বর্তমান সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াবে। দেশে আর ভূমিহীন, দরিদ্র মানুষ থাকবেনা। তাই সরকার ভূমিহীনদের খাসজমি প্রদানসহ জীবনমান উন্নয়নে বিভিন্নভাবে সহযোগিতা করছে।

চাটমোহর উপজেলা শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে পাবনা জেলা প্রশাসক রেখা রানী বালো, চাটমোহর উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: মিজানুর রহমান, ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)’র নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা কে এম আতাউর রহমান রানা মাস্টার, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক, প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, সুধীজন ও ভূমিহীন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো: আব্দুল হান্নান। সমাবেশে তিনি বলেন, দেশের মানুষ যখন সুখে শান্তিতে আছে, ডিজিটাল প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, তখন দূর্বৃত্তরা দেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু বর্তমান সরকারের কঠোর অবস্থানের কারণে সেইসব দুর্বৃত্তরা বারবার পরাস্ত হয়েছে, তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। দেশের মানুষ ঘুরিয়ে দাঁড়িয়ে প্রমাণ করেছে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কতটুকু আন্তরিক। তাই সব জঙ্গিবাদকে উপড়ে ফেলতে সবশ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এর আগে বিভাগীয় কমিশনার মো: আব্দুল হান্নান উপজেলার সামাদ সওদা মহিলা দাখিল মাদরাসায় নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন। এসময় ভাষা শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

(এসএইচএম/এএস/ডিসেম্বর ০১, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test