E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ৫৭ মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান

২০১৬ ডিসেম্বর ০২ ১৫:৫৪:১৪
শেরপুরে ৫৭ মুক্তিযোদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান

শেরপুর প্রতিনিধি : বিজয়ের মাসের শুরুতেই ১ ডিসেম্বর বৃহস্পতিবার শেরপুরে সদর উপজেলার ৫৭ জন মুক্তিযোদ্ধাকে এককালীন অনুদান ভাতা প্রদান করে সম্মানীত করা  হয়েছে। তন্মধ্যে ১৬ জন মুক্তিযোদ্ধাকে ২৫ হাজার টাকা করে এবং ৪১ জন মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়। শেরপুর সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে এসব অনুদান ভাতা তুলে প্রধান অতিথি শেরপুর-১ আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক।

মুক্তিযোদ্ধাদের মাঝে অনুদান ভাতা বিতরনকালে হুইপ আতিউর রহমান আতিক এমপি বলেন, এমন একদিন আসবে যখন মুক্তিযোদ্ধাদের দেখার জন্য নতুন প্রজন্ম আক্ষেপ করবে। কারণ দেশমাতৃকার এ বীর সন্তানরা অনেকেই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যারা বেঁচে আছেন তাদেরও বয়স হয়েছে। আগামী ১০-১৫ বছরের মধ্যে সেই সংখ্যাও অনেক কমে যাবে। তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর অবদান বলে শেষ করা যাবেনা। তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বলেই আমাদের সোয়া কোটি লোককে তিনি আশ্রয় দিয়েছেন, খাবার দিয়েছেন। আবার তাঁর নির্দেশেই তাদের সেনাবাহিনী আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। তাই ইন্দিরা গান্ধীর প্রতি বাঙ্গালী কৃতজ্ঞ। তার অবদান ভুলে গেলে চলবেনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের মাঝে এসব অনুদানের অর্থ বিতরণকালে ইউএনও মোহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মুখলেছুর রহমান, ডেপুটি কমান্ডার মো. জিন্নত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেরপুর সদর ইউএনও মোহাম্মদ হাবিবুর রহমান জানান, উপজেলা পরিষদের হাট-বাজার ইজারা থেকে প্রাপ্ত আয়ের ৪ শতাংশ অংশ মুক্তিযোদ্ধাদের প্রদানের অংশ হিসেবে এসব ভাতা বিতরণ করা হয়।

(আরকে/এএস/ডিসেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test