E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরীয়তপুরে প্রধানমন্ত্রীর জন্য শুকরিয়া মুনাজাত   

২০১৬ ডিসেম্বর ০২ ১৭:২১:০৮
শরীয়তপুরে প্রধানমন্ত্রীর জন্য শুকরিয়া মুনাজাত   

শরীয়তপুর প্রতিনিধি : গত রবিবার সম্ভাব্য এক বিমান দুর্ঘটনা থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সকল সহযাত্রী রক্ষা পাওয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া দোয়া করেছেন শরীয়তপুরের মুসুল্লিরা। শুক্রবার জুমা নামাজ শেষে শরীয়তপুর পৌরসভার সকল মসজিদ ও সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের বিশেষ মসজিদগুলোতে  আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন অপু ও শরীয়তপুরের পৌর মেয়র রফিকুল ইসলাম কোতোয়ালের আহবানে এই দোয়ার আয়োজন করা হয়।

উল্লেখ্য, গত রবিবার বাংলাদেশ বিমানের বোয়িং ৭৭৭ নং একটি বিমানে করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাষ্ট্রীয় সফর সঙ্গীদের নিয়ে হাঙ্গেরির বুদাপেষ্টে জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাত্রা করেন। যান্ত্রিক ত্রুটি দেখা দিলে বাংলাদেশ থেকে কয়েক হাজার মাইল দুরে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরী অবতরণ করে বিমানটি। এ কারনে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের ৪ ঘন্টা অনির্ধারিত যাত্রা বিরতি করতে হয়। পরে বিমানটির ত্রুটিজনিত সমস্যার মেরামত করে একই বিমানে বুদাপেষ্টে পৌছান প্রধানমন্ত্রী। বিমান চালকের বুদ্ধিমত্তার কারনে সেদিন দুর্ঘটনার কবল থেকে রক্ষা পান মাননীয় প্রধানমন্ত্রী ও তার অন্যান্য সফর সঙ্গীরা।

প্রধানমন্ত্রী এ সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ায় শুক্রবার পবিত্র জুমা নামাজ শেষে শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল শরীয়তপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের সকল জামে মসজিদে আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়ে বিশেষ মুনাজাতের আয়োজন করেন। অপর দিকে আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন অপু পৌরসভার ১০টি মসজিদ ও সদর উপজেলার ১১টি ইউনিয়নের বিশেষ বিশেষ মসজিদ গুলোতে দোয়া করার আহবান জানান। জুমা নামাজ শেষে মসজিদের খতিবগণ প্রধানমন্ত্রীর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে আল্লাহর দরবারে মুনাজাত করেন।

শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল বলেন, আল্লাহর অশেষ মেহেরবানিতে ৭৫ ট্রাজেডি থেকে শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশ থাকায় সেদিন প্রানে বেঁচে গেছেন। এরপর ১৯৮১ সালে শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করে আওয়ামীলীগের সভানেত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই এদেশের প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বার বার তাকে হত্যা করার চেষ্টা করে আসছে। এদেশের কোটি মানুষের দোয়ায় প্রতিবারই আল্লাহ নেত্রীর জীবন ভিক্ষা দিয়েছেন। আমরা মনে করি, প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানে ত্রুটি দেখা দেয়া এটাও কোন ষড়যন্ত্রের অংশ হতে পারে। তাই, বিষয়টির যথাযথ তদন্তের জন্য সরকারের বিশেষ দৃষ্টি কামনা করছি।

(কেএনআই/এএস/ডিসেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test