E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

চুয়াডাঙ্গায় উদীচীর চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত

২০১৬ ডিসেম্বর ০২ ১৭:৫৩:১৩
চুয়াডাঙ্গায় উদীচীর চতুর্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় উদীচীর চতুর্থ বর্ষ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ টেলিভিশনের সংগীত পরিচালক নজরুল ইসলাম বুলবুল। এর আগে জাতীয় পতাকা উত্তলোন করা হয়। গণসংগীত পরিবেশন করেন উদীচীর স্থানীয় শিল্পীবৃন্দ।

সবশেষে সংগঠনের সভাপতি এ্যাড. নওশের আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শিক্ষক ইমাম হাসান, উদীচীর ডিঙ্গেদহ শাখার সভাপতি ডা. আব্দুল হান্নান, জগন্নাথপুর শাখার সভাপতি শহিদুল ইসলাম। বিকেলে উদীচীর বিভিন্ন শাখার পরিবেশনায় গণসংগীত, কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হবে।

(টিটি/এএস/ডিসেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test