E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় মুক্তিযোদ্ধার ওপর হামলা, যুবদল সভাপতি গ্রেফতার

২০১৬ ডিসেম্বর ০৫ ১৪:৩০:৩৫
লোহাগড়ায় মুক্তিযোদ্ধার ওপর হামলা, যুবদল সভাপতি গ্রেফতার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় একজন মুক্তিযোদ্ধার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত মুক্তিযোদ্ধাকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ সোমবার সকালে  উপজেলা যুবদলের সভাপতিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চর-মল্লিকপুর গ্রামের মুক্তিযোদ্ধা শেখ ফায়েক আহম্মদ (৬৫) গত (৩ ডিসেম্বর) দুপুরে লোহাগড়া বাজার হতে নিজ বাড়িতে যাওয়ার পথে বাজারের ইমরান বিশ্বাসের ফার্নিচারের দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের সবুজ, আশরাফ , মাহমুদ খা, মুক্তা শেখ, ওহি মিয়া শেখ , খায়ের ও পলাশ হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার পথ রোধ করে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। এ সময় সন্ত্রাসীরা আহত মুক্তিযোদ্ধার কাছ থেকে ৪৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

এলাকাবাসী তাকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় গত রবিবার মুক্তিযোদ্ধা ফায়েক আহম্মদ বাদী হয়ে ৭জনকে আসামী করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৩, ০৪-১২-২০১৬ইং। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা জাফর আহম্মেদের নেতৃত্বে একদল পুলিশ সোমবার সকালে অভিযান চালিয়ে চর-মল্লিকপুর গ্রামের আইয়ুব আলীর দোকানের সামনে থেকে এজাহারভুক্ত আসামী ও উপজেলা যুবদলের সভাপতি মাহমুদ খা (৩৭) কে গ্রেফতার করেন। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত যুবদল নেতাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং বাকী আসামীদেরকে আটকের জোর চেষ্টা চলছে।

(আরএম/এএস/ডিসেম্বর ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test