E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বদলগাছীতে হাউজি, জুয়া, অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবী

২০১৪ জুন ১৪ ১৭:১৯:১৩
বদলগাছীতে হাউজি, জুয়া, অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবী

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে দীর্ঘদিন থেকে অনুষ্ঠিত মেলার নামে হাউজি, জুয়া, অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবীতে শনিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বদলগাছী উপজেলা হাউজি, জুয়া, লটারী, অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, কমিটির সদস্য সচিব হাফেজ ডা. সামসুল হক। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, গত প্রায় ২ মাসের অধিক সময় ধরে বদলগাছী উপজেলাধীন বালুভরা ইউনিয়নের মির্জাপুর নামক স্থানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা অয়েল ফেয়ার ক্লাবের নামে হাউজি, জুয়া, লটারী, অশ্লীল নৃত্য ও অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছে। দীর্ঘ সময় ধরে প্রকাশ্যে হাউজি, জুয়া, লটারী, অশ্লীল নৃত্যসহ অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ অবাধে পরিচালনা করায় ওই এলাকাসহ উপজেলার বিভিন্ন এলাকার জন সাধারণের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। যুব সমাজের মধ্যে নৈতিক অবক্ষয়ের সৃষ্টি ও ধর্মীয় অনুভুতিতে আঘাত এনেছে। জুয়া, হাউজি খেলে এলাকার মানুষ ক্রমন্বয়ে নিঃস্ব হচ্ছে। এ কারনে এলাকায় চুরি, রাহাজানী ও প্রাণহানির মত ঘটনা ঘটেছেই। উক্ত কাজগুলো দেশের আইন বিরোধী বটে। এমতাবস্থায় এই সমস্ত অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ এলাকায় চলতে থাকলে যুব সমাজ তথা সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে পড়বে। মেলার নামে এ সমস্ত অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ অতিস্বত্বর বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।


(বিএম/অ/জুন ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test