E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় রামনগর মন্দিরের কালি প্রতিমা ভাংচুর, আটক ১

২০১৬ ডিসেম্বর ০৭ ১৭:২৭:০৭
মাগুরায় রামনগর মন্দিরের কালি প্রতিমা ভাংচুর, আটক ১

মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার রামনগর ঠাকুর বাড়ি সার্বজনিন কালি মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যায় ইয়াসিন শেখ (৩৬) নামে এক যুবক মন্দিরে ঢুকে এ প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটায়। এলাকাবাসী ওই যুবককে হাতে নাতে ধরে পুলিশে সোপর্দ করেছে।

আটক ইয়াসিন খুলনার রুপসা উপজেলার মৈশাখুর্নি এলাকার ইউসুফ শেখের পুত্র।

মন্দিরের পুরোহিত উৎপল চক্রবর্তী জানান, সন্ধ্যার দিকে তার স্ত্রী শুক্লা চক্রবর্তী গিয়ে দেখতে পান এক ব্যাক্তি মন্দিরের কালি প্রতিমা ভাংচুর করছে। এ সময় তিনি চিৎকার দিলে ওই ব্যাক্তি তাকে মন্দিরের ত্রিশূল দিয়ে ধাওয়া করে। পরে এলাকাবাসী তার চিৎকারে ছুটে এসে তাকে আটক করে সদর থানা পুলিশের কাছে সোর্পদ করে।

সদর থানার ওসি আজমল হুদা জানান, প্রতিমা ভাংচুরের ঘটনায় এলাকাবাসী আটক করে ইয়াসিনকে পুলিশে সোর্পদ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ তাকে কিছুটা মানুষিক রোগী বলে হয়েছে। তবে তাকে দিয়ে কেউ এ কাজ করিছে কিনা এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাতে মন্দির পরিদর্শনে গিয়ে জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু প্রতিমা ভাংচুরের ঘটনায় তিব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দোষী ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।

(ডিসি/এএস/ডিসেম্বর ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test