E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিএনপি চেয়ারপার্সনের শোকবার্তা

২০১৪ এপ্রিল ০৯ ১৭:২৫:২৫
বিএনপি চেয়ারপার্সনের শোকবার্তা

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক সদস্য, প্রতিথযশা সাংবাদিক এ বি এম মুসার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

আজ এক শোকবাণীতে বিএনপি চেয়ারপার্সন বলেন, “পাকিস্তান আমলে এ অঞ্চলের মুক্তিকামী মানুষের স্বাধীকার আন্দোলনে ও একাত্তরের স্বাধীনতা যুদ্ধে তাঁর সাহসী ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

সাংবাদিকতার ক্ষেত্রে তিনি ছিলেন একজন সাহসী, নির্ভীক ও নিরপেক্ষ কলমযোদ্ধা। তাঁর লিখনিতে মানুষের অধিকার আদায়ের শ্বাশ্বত বাণী নির্বিঘœচিত্তে ফুটিয়ে তুলতে কখনোই দ্বিধাবোধ করেননি, মাথানত করেননি কোনো চাপের কাছে। স্বাধীনতাত্তোর বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন সংসদীয় রাজনীতির একজন একনিষ্ঠ ব্যক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাঁকে ‘প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ’-পিআইবি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। পিআইবি’র দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের শিক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অন্যায়, দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন সবসমই সোচ্চার কন্ঠ। সাম্প্রতিককালে বাংলাদেশের বর্তমান ক্ষয়িঞ্চু রাজনীতির প্রেক্ষাপট ও দু:শাসনের বিরুদ্ধে বিভিন্ন টিভি চ্যানেল তথা গণমাধ্যমে স্পষ্ট ও জোরালো বক্তব্য রাখার কারণে তাঁকে ক্ষমতাসীনদের রোষানলে পড়তে হয়েছে। তাঁর এই মৃত্যুকে অকাল মৃত্যু বলা যায়না তবে তাঁর মৃত্যুতে যে শুণ্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। দেশের বর্তমান রাজনৈতিক সংকটকালে তাঁর মতো একজন সৎ, নিষ্ঠাবান, নিরপেক্ষ, নির্লোভ ও নির্ভিক সাংবাদিকের খুবই প্রয়োজন। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

অপর এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম এ বি এম মুসাকে সাংবাদিক জগতের এক অনন্য নক্ষত্র হিসেবে উল্লেখ করে বলেন, একজন খ্যাতিমান সাংবাদিক হিসেবে দেশ ও জনগণের জন্য তাঁর লেখনী এবং সংগ্রামী ভূমিকার কথা এদেশের মানুষের হৃদয় থেকে কোনদিনও মুছে যাবেনা। তিনি বলেন, তাঁর মৃত্যুতে সাংবাদিকতা জগতে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। মির্জা আলমগীর মরহুম এ বি এম মুসা এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবাববর্গ ও গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

(ওএস/এটি/ এপ্রিল ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test