E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কারাগারে শীর্ষ জঙ্গী নেতার ভিডিও! মা-ছেলে আটক

২০১৪ জুন ১৪ ২০:১৭:১৯
কারাগারে শীর্ষ জঙ্গী নেতার ভিডিও! মা-ছেলে আটক

গাজীপুর প্রতিনিধি : ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিডিআর সদস্যকে দেখতে গিয়ে সেমাইয়ের সঙ্গে মেমোরি কার্ড পাঠানোর সময় মা ও ছেলেকে আটক করা হয়েছে। মেমোরি কার্ডে জঙ্গি নেতার বিশেষ বিশেষ ভিডিও বার্তা রয়েছে বলে জানিয়েছে কারা সূত্র।

শনিবার দুপুর ১২টার দিকে গাজীপুরের কাশিমপুরে অবস্থিত হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে তাদের আটক করা হয়।

আটক মা হাজেরা বেগম ও তার ছেলে সাগর মিয়ার বাড়ি মাগুরা জেলার সাঁলিখা থানার বাগডাঙ্গ গ্রামে।

হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটককৃতরা বিডিআর বিদ্রোহ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদী সেলিম রেজার স্ত্রী ও সন্তান। পবিত্র শবেবরাত উপলক্ষে কারাগারে বিশেষ খাবার পরিবেশন করা হয়। বন্দিদের আত্মীয় স্বজনরাও খাবার নিয়ে আসেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কয়েদী সেলিমের স্ত্রী ও ছেলে তাদের বন্দিকে খাওয়ানোর জন্য সেমাই দেওয়া হয়। খাবার পরীক্ষার সময় পরীক্ষণ যন্ত্রে সেমাইয়ের বাক্স থেকে মেমোরি কার্ড উদ্ধার করা হয়।

পরে ওই মেমোরি কার্ডটি কম্পিউটারে প্রবেশ করে দেখা যায়, এতে জঙ্গি নেতা আনসারুল্লাহ বাংলাটিমের প্রধান জসিম উদ্দিন রহমানীর বিশেষ ভিডিও বার্তা রয়েছে। তবে ওই বার্তার বিস্তারিত কিছু জানা যায়নি।

একাধিক দায়িত্বশীল সরকারি গোয়েন্দা সূত্রও সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেছে, বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে তোলপাড় পড়ে গেছে। তদন্ত করে দেখা হচ্ছে।

তবে কারাগারে জঙ্গি নাশকতার আশংকা রয়েছে কি না এ বিষয়ে স্পষ্ট কোন মন্তব্য করেননি গোয়েন্দারা।

(ওএস/অ/জুন ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test