E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী ইজতেমা

২০১৬ ডিসেম্বর ১৫ ১৬:৪০:১৩
মাদারীপুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী ইজতেমা

মাদারীপুর প্রতিনিধি : তাবলিগ জামাতের উদ্যোগে বিশ্ব ইজতেমার অংশ হিসেবে মাদারীপুর জেলায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ইজতেমা।

বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে মাদারীপুর পৌর এলাকার এআর হাওলাদার জুট মিল মাঠে ইজতেমার কার্যক্রম শুরু হয়। এতে প্রায় লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছে। ১৭ ডিসেম্বর শনিবার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ৩ দিন ব্যাপী ইজতেমা।

আয়োজক সূত্রে জানা গেছে, টঙ্গীর তুরাগ নদীর পাড়ে এক সাথে ৬৪ জেলার মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ার কারণে ইজতেমাকে দু‘ভাগে ভাগ করা হয়েছে। গত বছর যে ৩২ জেলার মুসল্লীরা টঙ্গীর ইজতেমায় যোগ দিয়েছিলেন সেই সব জেলার মুসল্লীরা এবার টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠে না গিয়ে নিজ নিজ জেলায় ইজতেমা করবে।

এরই অংশ হিসেবে মাদারীপুর জেলায় ১৫ থেকে ১৭ ডিসেম্বর ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। ইজতেমাকে সফল করতে এবং নিñিদ্র নিরাপত্তায় কাজ করছে পুলিশ, র‌্যাব, ডিবি, সাদা পোশাকে পুলিশ এবং বিভিন্ন তদন্ত কর্মকর্তা।

এছাড়া ইজতেমা কমিটির পক্ষ থেকে ইজতেমা মাঠে বিভিন্ন ভাবে নিরাপত্তায় প্রস্তুত রয়েছে। ইজতেমাকে ঘিরে মেডিকেল টিম ও সার্বক্ষণিক এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। মাদারীপুর ছাড়াও ইজতেমায় অংশ নিয়েছে শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, বরিশালসহ পদ্মার দক্ষিণাঞ্চলের ১০টি জেলা।

আয়োজরা জানিয়েছে, শুধুই আল্লাহকে খুশি করার জন্যে তারা ইজতেমায় অংশ নিয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, ইজতেমার জন্য প্রশসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় সকল প্রকার ব্যবস্থা নেয়া হয়েছে।

(এএসএ/এএস/ডিসেম্বর ১৫, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test