E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরা পলিটেকনিকে ছাত্র-পুলিশ সংর্ঘষ, আহত ২০

২০১৬ ডিসেম্বর ১৬ ১৮:৫৮:৪৭
মাগুরা পলিটেকনিকে ছাত্র-পুলিশ সংর্ঘষ, আহত ২০

দীপক চক্রবর্তী, মাগুরা : শিক্ষককে মারধরের ঘটনায় মাগুরায় সরকারি পলিটেকনিকে ছাত্র-পুলিশ সংর্ঘষের ঘটনায় ছাত্র, শিক্ষক, পুলিশসহ ২০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল ও গুলিবর্ষণ করেছে। সংর্ঘষে আহতদের মধ্যে ১৩ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইলেকট্রিকেল বিভাগের প্রধান তাসমেরী আফরিন জানান, ক্রিকেট খেলার আম্পায়ারিং নিয়ে বৃহস্পতিবার বিকেলে পলিটেকনিকের ননটেক বিভাগের শিক্ষক মোকলেছুর রহমানকে মোস্তাক নামে বহিরাগত এক যুবকসহ একটি সন্ত্রাসী গ্রুপ মারপিট করে।

এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিকভাবে ছাত্ররা বিক্ষোভ করলে পুলিশ শুক্রবার সকাল ১০ টার মধ্যে মোস্তাকসহ হামলাকারীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে ছাত্ররা পিছু হটে। কিন্তু শুক্রবার সকাল ১০ মধ্যে পুলিশ মোস্তাকসহ হামলাকারীদের গ্রেপ্তার না করায় বিক্ষুব্ধ ছাত্ররা মাগুরা-ঝিনাইদহ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। শিক্ষকরা গিয়ে ছাত্রদের শান্ত করার চেষ্ঠা করেন। এসময় হঠাৎ করে পুলিশ এসে অবরোধকারীদের উপর টিয়ায়র শেল ও বেদম লাঠিপেটা শুরু। এক পর্যায়ে পুলিশ ছাত্র-শিক্ষকদের উপর গুলি চালায়। পুলিশের লাঠিপেটা ও গুলিতে শিক্ষক, ছাত্রসহ ২০ জন আহত হয়েছে । গুরুতর আহতদের মধ্যে সুদিপ্ত, রাকিবুল, বাবুল নামে তিন শিক্ষক ও ৫ ছাত্রকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তাসমেরী আফরিন জানান ।

অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় জানান, শিক্ষককে মারপিটের ক্ষটনায় অভিযুক্ত ছাত্রকে আটক করার পরও ছাত্র-শিক্ষকরা সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলেই যাওয়ার মাত্রই তারা পুলিশের উপর ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে পাচ পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশ লাঠি চার্জ ও ১৭ রাউন্ড শট নিক্ষেপ করে।

সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত ব্রাদার খায়রুল ইসলাম জানান, পলিটেকনিকে সংর্ঘষের ঘটনায় আহত হয়ে মোট ১৩ জন ভর্তি হয়েছে। যার মধ্যে রয়েছেন তিন শিক্ষক, পাচ পুলিশ সদস্য ও পাচ ছাত্র।

(ডিসি/এএস/ডিসেম্বর ১৬, ২০১৬)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test