E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চশমা প্রতীকে পাবনায় শক্ত অবস্থানে একমাত্র নারী প্রার্থী পিয়া

২০১৬ ডিসেম্বর ১৯ ১৪:৫৭:০৫
চশমা প্রতীকে পাবনায় শক্ত অবস্থানে একমাত্র নারী প্রার্থী পিয়া

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঘনিয়ে আসছে জেলা পরিষদ নির্বাচন। দিন যতই অতিক্রম করছে ততই জমে উঠছে পাবনা জেলা পরিষদ নির্বাচনের মাঠ। প্রতিদিন নিজেদের প্রচার-প্রচারণায় ও ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন পাবনা জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা।

পাবনা জেলা পরিষদ নির্বাচনের অন্যতম চমক হলো চেয়ারম্যান পদে ৬৪ জেলার মধ্যে একমাত্র নারী প্রার্থী পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিন পিয়া। জেলা পরিষদের ঘোষণার পর থেকেই তিনি ঘোষণা দিয়ে গণসংযোগ শুরু করেন। তপশীল ঘোষণার আগেই সংবাদ সম্মেলন করে প্রার্থীতা ঘোষণা করেন পাবনা ও ঈশ্বরদী প্রেসক্লাবে। প্রতিদিনই গণসংযোগ করতে থাকেন জেলার বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে।

সর্বশেষ তফশীল ঘোষণার পর পিয়া মহিলা ভাইস চেয়ারম্যান পদ হতে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেন। বিভিন্ন গণমাধ্যমে দেওয়া বক্তব্যে এবং একাধিক সংবাদ সম্মেলনে মাহজেবিন শিরিন পিয়া বলেন, জারীকৃত অধ্যাদেশে জেলা পরিষদ নির্বাচন নির্দলীয়। তাই এই নির্বাচনে সকলের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও জনগণের কাজ করার পাশাপশি নারী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্যই আমি প্রতিদ্বন্দ্বিতা করছি।

উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে পাবনায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হযেছেন। পিয়া ছাড়া অপর তিনজনের মধ্যে রয়েছেন, আনারস প্রতীকে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল রহিম লাল । রেজাউল রহিম লালকে আওয়ামী লীগের কেন্দ্র হতে মনোনয়নের ঘোষণা দেয়া হলেও বিগত প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সদস্য বর্ষিয়াণ নেতা সাইদুল হক চুন্নু তাল গাছ প্রতীকে এবং প্রচার সম্পাদক কামিল হোসেনও মোবাইল ফোন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিদিনই গাড়ি বহর নিয়ে অন্যান্য চেয়ারম্যান প্রার্থীরাই বিভিন্ন এলাকায় শোডাউন করলেও পিয়া একাই ভোটার দ্বারে দ্বারে যেয়ে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীতা ও জয়লাভের বিষয়ে অটুট অবস্থানের কথা ব্যক্ত করে মাহজেবিন শিরিন পিয়া বলেন, আমি সকল ভোটারের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা ও মত বিনিময় করেছি। আমি আশাবাদী নির্বাচনে জয়লাভ করব। নির্বাচনকে কেন্দ্র করে সাইদুল হক চুন্নু ও কামিল হোসেন ভয়-ভীতি দেখানোর অভিযোগ না করলেও পিয়া একাধিকবার তাঁকে ভয়ভীতি দেখানো এবং শেষ পর্যন্ত তাঁকে হত্যার হুমকীর অভিযোগ করেছেন। ইতিমধ্যেই পিয়া পাবনা সদর আসনের এমপি’র বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ করেছেন। নারী হয়েও পিয়া প্রচার-প্রচারনায় নিরলসভাবে জেলা ব্যাপী চষে বেরাচ্ছেন। পিয়া হুমকি দাতাদের ইঙ্গিত করে আরো বলেন, কালো টাকা ও পেশী শক্তি দিয়ে নির্বাচন হয়না। প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। জনগণ, ভোটার ও আল্লাহ আমার সাথে আছেন। আমাকে যতই হুমকি দেওয়া হোক আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো না।

(এসকেকে/এএস/ডিসেম্বর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test