E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পূর্নমিলনী

২০১৬ ডিসেম্বর ১৯ ১৫:১৭:৩৪
ঈশ্বরদীতে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পূর্নমিলনী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ‘ভূয়া মুক্তিযোদ্ধাদের কোন কাগজে আমরা কেউ স্বাক্ষর করবো না’- এই শপথ নিয়ে অনুষ্ঠিত হয়েছে ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পর্নমিলনী অনুষ্ঠান। ঈশ্বরদীর পাকশীতে পেপার মিল রেষ্ট হাউজের সামনে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় শতাধিক মুক্তিযোদ্ধাদের সমাগম ঘটে।

এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন সন্টু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রহিম পাকন। বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের কোম্পানী কমান্ডার সদরুল হক সুধা, সাবেক অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান রঞ্জু, শামসুল আনোয়ার মুকুল, মোস্তাফিজুর রহমান সেলিম, জাসদ নেতা গোলাম মোস্তফা বাচ্চু, মোস্তাফিজুর রহমান সেলিম, আমিনুর রহমান দাদু প্রমুখ।

সভায় বক্তরা দাবি করেন, যারা ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত তারাই প্রকৃত মুক্তিযোদ্ধা। বক্তরা আরো বলেন, ১৯শে ডিসেম্বর ঈশ্বরদী হানাদার মুক্ত হলেও মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয় ২১শে ডিসেম্বর। সেজন্য ২১শে ডিসেম্বরই ঈশ্বরদী মুক্ত দিবস।

(এসকেকে/এএস/ডিসেম্বর ১৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test