E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে বাল্যবিয়ে প্রতিরোধ ও জাতীয় কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা

২০১৬ ডিসেম্বর ২১ ১৭:২২:১৫
মাদারীপুরে বাল্যবিয়ে প্রতিরোধ ও জাতীয় কর্মপরিকল্পনা বিষয়ক মতবিনিময় সভা

মাদারীপুর প্রতিনিধি : কন্যা শিশু এডভোকেসি ফোরাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় মঙ্গলবার সন্ধ্যায় মাদারীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বাল্যবিয়ে প্রতিরোধ ও জাতীয় কর্মপরিকল্পনা বিষয়ক বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা আক্তার কণা। (সুজন) সুশাসনের জন্য নাগরিক মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রাজন মাহমুদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খালেদ মো. জাকি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহবায়ক মো. শাহজাহান খান, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন জাহান প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সোহানুর রহমান।

সভায় অংশগ্রহনকারীরা শর্তহীনভাবে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর রাখার জন্য মত প্রকাশ করেন।

(এএসএ/এএস/ডিসেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test