E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে এইচএসসির ফরম পুরুণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

২০১৬ ডিসেম্বর ২১ ১৮:৩৩:৪৮
হালুয়াঘাটে এইচএসসির ফরম পুরুণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ


হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : উপজেলার ধারা আদর্শ ডিগ্রি কলেজে ২০১৭ সনের আসন্ন এইচএসসি পরীক্ষার ফরম পুরুণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। জানা যায়, শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত ফি’র আদলে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ তৌফিকুর রহমান ফরম পুরুণে ৩-৪ গুণ অতিরিক্ত ফি আদায় করছেন।

গত ২১ নভেম্বর ২০১৬ ইং তারিখে ১৭৮/উঃমাঃপরীঃ/৭৪ (অংশ-১)০০৬ স্মারকে ঢাকা শিক্ষাবোর্ড কতৃক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যবিবরণীতে দেখা যায়, প্রত্যেক পরীক্ষার্থীর ফরম পুরুণ বাবদ বোর্ড কর্তৃক নির্ধারিত প্রতি বিষয় ৯০ টাকা, ব্যবহারিক পরীক্ষা ২৫ টাকা, নম্বরপত্র ৫০ টাকা, সনদপত্র ১০০ টাকা, স্কাউট ও রোভার ফি ১৫ টাকা ও জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অত্র কলেজের অধ্যক্ষ বোর্ডের নির্দেশ অমান্য করে নিজ নিয়মে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত পরীক্ষার ফি বাবদ আদায় করছেন।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ধারা ইউনিয়নে কয়রাহাটি গ্রামের কছিম উদ্দিনের দিন-মজুর পুত্র দুলাল হোসেন (৪৫) অতিকষ্টে তিন সন্তান নিয়ে দিনাতিপাত করছেন। অত্র প্রতিষ্ঠানে বিএম শাখায় ১ম বর্ষে অধ্যয়নরত তার পুত্র আশরাফুল (১৭) ২০১৭ সনের এইচএসসি পরীক্ষার্থী। আসন্ন বোর্ড পরীক্ষা ফরম পূরুণ বাবদ প্রতিষ্ঠান কে প্রদান করেছেন ৩ হাজার ৩ শত টাকা রশিদমূলে।

বিষয়টি নিয়ে আশরাফুলের পিতা দুলাল হোসেন সাংবাদিকদের অভিযোগ করে বলেন, প্রথমে ভর্তি ফি বাবদ দিয়েছেন ২ হাজার ২ শত পঞ্চাশ টাকা, ত্রৈমাসিক পরীক্ষা ফি দিয়েছেন ৪ শত টাকা ষান্মাসিক পরীক্ষা ফি বাবদ ৪ শত টাকা এবং জন্ডিস রোগের কারণে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারায় তাকে আরো ২ শত টাকা জরিমানা প্রদান করতে হয়েছে। সর্বশেষ পরীক্ষার ফিস বাবদ ২০ ডিসেম্বর ৩ হাজার ৩ শত টাকা গুনতে হয়েছে। তিনি আরো জানান, তার সন্তান উপবৃত্তি তালিকায় রয়েছে। যদিও এখনো উপবৃত্তির সুবিধা ভোগ করতে পারেননি তিনি। একই নিয়মে প্রায় শতাধিক শিক্ষার্থীকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে বলেও তিনি জানান।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তৌফিকুর রহমান-এ প্রতিবেদক কে মুঠোফোনে জানান, অত্র প্রতিষ্ঠানে থেকে ২৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। বোর্ড কর্তৃক নির্ধারিত ১ হাজার ৮ শত ৫০ টাকা ফরম পূরণ ও কেন্দ্র ফি বাবদ ৪ শত টাকা আদায় করছেন। অতিরিক্ত কোন প্রকার ফি আদায় করছেন না বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বাবুল হাছান জানান, মন্ত্রণালয়ের প্রণীত নিয়মের বাহিরে অতিরিক্ত অর্থ আদায়ের কোন সুযোগ নেই। যদি কোন প্রতিষ্ঠান এ ধরণের অভিযোগে প্রমাণিত হয়। সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

(জেসিজি/এএস/ডিসেম্বর ২১, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test