E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে দুই মণ জাটকাসহ ৩ ব্যবসায়ী আটক

২০১৪ এপ্রিল ০৯ ১৭:৪২:০২
রায়পুরে দুই মণ জাটকাসহ ৩ ব্যবসায়ী আটক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে বুধবার সকালে (৯ এপ্রিল) অভিযান চালিয়ে দুই মণ জাটকা ইলিশ, ২৫ হাজার মিটার কারেন্ট জাল, একটি নৌকাসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে জাটকা, কারেন্ট জাল ও নৌকা পুরান বেড়ীর মাথা ও ফিসহ্যাচারিতে বিনষ্ট করা হয়। এসময় দেনায়েতপুর গ্রামের মো. শফিক, চরআবাবিল গ্রামের মো. রেহান ও চরলক্ষী গ্রামের আল-আমিন নামে তিন ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়।
এ অভিযানে নেতৃত্বে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল ইষরাম ও মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ।

মৎস্য অফিস সূত্র জানায়, জাটকা নিধন প্রতিরোধে মেঘনা নদীতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল দুই মাস সব ধরনের মাছ ধরা নিষেধ। চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় এ নিষেধাজ্ঞার আওতায়। এ আদেশ অমান্য করে রায়পুরের উপকূলীয় কিছু সংখ্যক জেলে নদীতে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে আসছে। তাই পাটোয়ারী রাস্তার মাথা ও বেড়ীর মাথা নামস্থান থেকে জাটকা ও ব্যবসায়ীদের আটক করা হয়।
(পিকেআর/এএস/এপ্রিল ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test