E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাটে স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪৮ টি পদ শুন্য

২০১৬ ডিসেম্বর ২৪ ১৪:০৮:৪৪
হালুয়াঘাটে স প্রা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪৮ টি পদ শুন্য

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৪৮ টি পদ শুন্যতায় বিপাকে রয়েছে হাজারো শিক্ষার্থী। ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সংকটে পাঠদানে প্রকট আকার ধারণ করছে।

উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা য়ায়, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শুন্যতায় পাঠদান ব্যহত হচ্ছে পাশাপাশি সহকারী শিক্ষদেকরও চলতি দায়িত্ব হিসেবে দায়িত্ব গ্রহণের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে বিপাকে পড়তে হচ্ছে প্রাথমিক শিক্ষা নিতে আসা কোমলমতি শিশু শিক্ষার্থীদের। এ নিয়ে অভিভাবকদের মধ্যেও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

উপজেলা শিক্ষা অফিসসূত্রে জানা যায়, অত্র উপজেলায় ১৫৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে। তারমধ্যে ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদ পুরণ না হওয়ায় চলতি দায়িত্ব হিসেবে দায়িত্বভার গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা ইতিমধ্য গ্রহণ করা হয়েছে।

দীর্ঘ ১০ বৎসর যাবত এ সমস্ত শুন্য পদে শিক্ষক নিয়োগ প্রদান করা হচ্ছে না। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার রুকুনজ্জামান- এ প্রতিবেদক কে জানায়, ১৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য ১১১টি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ পূর্ণ থাকলেও ৪৮ টি প্রধান শিক্ষকের পদ শুন্য রয়েছে। সহকারী শিক্ষকদের চলতি দায়িত্ব প্রদানের জন্য জোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। প্রধান শিক্ষকের শুন্যতায় পাঠদানে কিছু ব্যাঘাত ঘটছে বলে তিনি জানান।









(জেসেজি/এস/ডিসেম্বর২৪,২০১৬)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test