E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

আশাশুনিতে চাঁদা দাবি, চারজনের নামে অভিযোগপত্র দাখিল

২০১৪ জুন ১৫ ১৭:০৯:৫৭
আশাশুনিতে চাঁদা দাবি, চারজনের নামে অভিযোগপত্র দাখিল

সাতক্ষীরা প্রতিনিধি : বেড়িবাঁধ সংস্কারের মালামাল লুটপাট ও ঠিকাদারি সংস্থার ব্যবস্থাপকের কাছে দু’ লাখ টাকা চাঁদার দাবিতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান জিএম শাহানেওয়াজ ডালিমসহ চারজনের নামে দায়েরকৃত মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

রবিবার মামলার তদন্তকারি কর্মকর্তা উপপরিদর্শক খায়রুল আলম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
মামলার বিবরণে জানা যায়, আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের পার্শ্ববর্তী মালোপাড়ায় কপোতাক্ষ নদের বাঁধ সংস্কার করে আসছে ঠিকাদারি সংস্থা সাতক্ষীরা শহরের মেসার্স শফিউর রহমান শফি’। এখানে কাজ করতে হলে খাজরা ইউপি চেয়ারম্যান জিএম শাহানেওয়াজ ডালিম ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক শফিউর রহমান শফি’র কাছে দু’ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা না দেওয়ায় ১০ হাজার বালিভর্তি ব্যাগ (জিও ব্যাগ) লুট করে চেয়ারম্যান ও তার লোকজন। গত ৮ মে চেয়ারম্যান ও তার লোকজন ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইউনুস আলীর কাছে দু’ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় ঠিকাদারের চার কর্মচারিকে মারপিট করা হয়। এ ঘটনায় পরদিন ইউনুস আলী বাদি হয়ে চেয়ারম্যান জিএম শাজানেওয়াজ ডালিম, তার সহযোগি লাভলু, রিপন সরদার ও জাকির হোসেনের নাম উল্লেখ করে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ঠিকাদার কাজ বন্ধ করে দিলে ২৮মে উপমহাপুলিশ পরিদর্শক এসএম মনিরুজ্জামান ও বিজিবি’র খুলনা সেক্টর কমা-ার মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কালীগঞ্জ সার্কেলের সহকারি পুলিশ সুপারকে নির্দেশ দেন। এরপর থেকে আবারো বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু হয়। রোববার মামলার তদন্তকারি কর্মকর্তা ্রজোহারভুক্ত চারজনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

(আরকে/এএস/জুন ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test