E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, রোগীদের আতংক

২০১৬ ডিসেম্বর ৩০ ১৮:১২:০৫
হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, রোগীদের আতংক

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণে সেবা নিতে আসা রোগীদের মাঝে আতংক বিরাজ করছে। সরেজমিনে দেখা যায়, উপজেলা কমপ্লেক্সের ইনডোরে ভর্তিকৃত রোগীদের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত বিছানা পত্রে শুয়ে থাকতে দেখা যায় এবং অবাধ বিচরণ রয়েছে। ফলে রোগীদের খাদ্যপথ্য সহ বিভিন্ন আসবাবপত্র চোখের একটু আড়াল হলেই কুকুর বিড়ালের উপদ্রবে প্রতিনিয়ত নষ্ট হচ্ছে।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগের সৃষ্টি হয়। যে কোন সময় বেওয়ারিশ কুকুরের কামড়ে ক্ষতিগ্রস্ত হতে পারে সেবা নিতে আসা রোগীসহ স্বজনদের। অপরিচ্ছন্নতা ও ময়লার ভাগাড়ে পরিণত রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সটি। সুস্থতার বদলে অসুস্থতার পরিবেশ যেন বিরাজমান। স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত একাধিক ব্যক্তি সাংবাদিকদের বলেন, চিকিৎসকদের কুকুরের উপদ্রবের বিষয়টি একাধিকবার অভিযোগ করে বললেও তোয়াক্কায় করছেন না কর্তৃপক্ষ। একদিকে রোগীদের অসুস্থতা অপরদিকে কুকুরের আতংকে দিশেহারা হয়ে পড়ছেন উপজেলার হত-দরিদ্র জনসাধারণ।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ডা. শাহ্ ফয়সাল কাদের চৌধুরী- এ প্রতিবেদক কে বলেন, ৩-৪ টি কুকুর-বিড়ালে উপদ্রব রয়েছে। প্রাণী সম্পদ ও পরিসংখ্যান বিভাগ প্রধানের নিকট শীঘ্রই কুকুর নিধনের জন্য পত্র প্রেরণ করবেন। ইনডোরে নিরাপত্তা প্রহরী না থাকার কারণে এমনটি ঘটছে বলে তিনি জানান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা. কর্মকর্তা ডা. এম.এ কাদের বলেন, প্রায়ই সময় এই সমস্যাটি ঘটে থাকে। ইতিপূর্বে সেবা নিতে আসা কিছু সংখ্যক রোগী বিষয়টি অবগত করেছেন। শীঘ্রই কুকুর নিধনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে বলে তিনি জানান।

(জেসিজি/এএস/ডিসেম্বর ৩০, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test