E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাটোরে হিন্দু কল্যাণ ফ্রন্টের নেতা বাবলু চন্দ কারাগারে

২০১৪ জুন ১৫ ১৮:৪০:২৯
নাটোরে হিন্দু কল্যাণ ফ্রন্টের নেতা বাবলু চন্দ কারাগারে

নাটোর প্রতিনিধি : নাটোরে এক বিসিএস পরীক্ষার্থীর দায়ের করা শ্লীলতাহানীর মামলায় হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সেক্রেটারী বাবলু কুমার চন্দকে কারাগারে পাঠিয়েছে আদালত। রবিবার বাবলু কুমার চন্দ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে।

আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লার শুনানী শেষে জামিন আবেদন না মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ ও আদালত সুত্রে জানাযায়, নাটোর শহরের লালবাজার এলাকার বাসিন্দা বিএনপি সমর্থিত হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সেক্রেটারী বাবলু কুমার চন্দ প্রতিবেশী এক বিসিএস পরীক্ষার্থীকে চাকরীর প্রলোভন দিয়ে কুপ্রস্তাব দেয়। কিন্তু তার প্রস্তাব প্রত্যাখান করায় বাবলু চন্দ্র ওই পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে মেয়েটিকে বিভিন্ন সময়ে ইফটিজিং সহ উত্যক্ত করতে থাকে। মেয়েটিকে কু-প্রস্তাব দিয়ে ব্যর্থ হওয়ার পর শ্যামল নামে এক সহযোগীর মাধ্যমে অন্য মেয়ের অশ্লীল ছবির সঙ্গে ওই ছাত্রীর ছবি যুক্ত করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এঘটনায় মেয়েটি বাদী হয়ে বাবলু কুমার চন্দ ও তার সহযোগী শ্যামল দাসকে বিবাদী করে গত ২৪ মে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলা দায়েরের পর থেকে বিভিন্নভাবে মেয়েটি সহ তার পরিবারের সদস্যদের প্রানে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এমনকি মেয়েটিকে অ্যাসিড মারারও হুমকি দেওয়া হয়। বেশ কিছুদিন পলাতক থাকার পর বাবলু চন্দ রোববার নাটোরের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে।
(এমআর/এএস/জুন ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test