E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় আজ থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী জেলা ইজতেমা

২০১৭ জানুয়ারি ০৫ ১৬:১৯:৩৩
মাগুরায় আজ থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী জেলা ইজতেমা

মাগুরা  প্রতিনিধি : মাগুরায়  আজ  বৃহস্পতিবার ফজরের  আম  বয়ানের মধ্য দিয়ে   শুরু হচ্ছে তিনদিনব্যাপী তাবলিগ জামাতের  জেলা  ইজতেমা । আগামী  শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ  হবে জেলা ইজতেমা । ইজতেমা  উপলক্ষে সরকারি  বালক  বিদ্যালয়ের  মাঠ  ও  আর্দশ  কলেজের  দুটি  মাঠ  প্রস্তুত  হয়েছে ।  তিনটি  মাঠে  ৪  উপজেলার  প্রায়  ৫০-৭০  হাজার  মুসুল্লি  অংশ নেবে  বলে  আয়োজকরা মনে  করছেন ।  তাছাড়া জেলার  জামাতের  পাশাপাশি বিদেশী জামাতের  মুসুল্লিরা  অংশ গ্রহন  করবেন ।

ময়দানের জিম্মাদার রুহুল আমিন জানান, দ্বিতীয় বারের মত মাগুরায় বৃহৎ আকারে অনুষ্ঠিত হচ্ছে তাবলিগ জামাতের জেলা ইজতেমা । গত ২৬ বছর আগে মাগুরায় ছ্টো পরিসরে অনুষ্টিত হয়েছিল প্রথম ইজতেমা । ইতিমধ্যে বুধবার সকাল থেকে মাঠে জেলার ৪ উপজেলা থেকে মুসুল্লিরা জামাত আকারে আসতে শুরু করেছে । দুই মাস আগে থেকে মাঠ প্রস্তুতের কাজ চলছে । মাঠে জেলার তাবলিগ জামাতের সাথী মুসুল্লীরা দিনরাত কষ্ট করছে । মাঠে ইতিমধ্যে বাশঁদিয়ে চটের বস্তার সাহায্য ছাউনির কাজ সম্পন্ন হয়েছে ।

মুসুল্লিদের অযু ও গোসলের জন্য পর্যাপ্ত পানি ও পয়:নিস্কাশনের ব্যবস্থা করা হয়েছে । নিরাপত্তার জন্য মাগুরা পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কন্টোল রুম বসানো হয়েছে । তিনদিন ব্যাপী ইজতেমায় নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা কাজ করবে । তাছাড়া অসুস্থ মুসুল্লিদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সিভিল সার্জন কতৃক মাঠে মেডিকেল টিম কাজ করবে ।

তিনি আরো জানান, তিনদিন ব্যাপী ইজতেমায় ঢাকার কাকরাইল জামে মসজিদের মুরুবিগণ ও জেলার মারকাজ মসজিদের মুরুবিরা বয়ান করবেন । ইজতেমার মুল উদ্দেশ্য হল- দুনিয়ার সমস্ত মুসলমান কীভাবে আল্লাহ সাথে সম্পর্ক দৃঢ় হয় এবং আল্লাহ ও নবি-রাসুলের পথ অনুসরণ করে দ্বীনের পথে এসে নিজের ঈমান আমলের মেহনত করা ।

ইজতেমার মাঠে আসা মাগুরা সদরের আলোকদিয়ার মো: চাঁদ আলী জানান , আমরা বুধবার সকালে ৩০ জনের জামাত নিয়ে এখানে এসেছি । আমাদের জামাতে যুবক থেকে শুরু করে অনেক বৃদ্ধও বয়ান শোনার জন্য এসেছে ।

মহম্মদপুর পলাশবাড়িয়ার বাদল মিয়া জানান, নিজের ঈমানের মুজবুতি ও আল্লাহ-রাসুলকে রাজী খুশী করার জন্য আমরা ময়দানে এসেছি । আল্লাহর রহমত থাকলে আমাদের দলের থেকে অনেকে দ্বীনের রাস্তায় বের হবে ।
জেলা ইজতেমা থেকে এবার সম্ভাব্য ১২০ জামাত আল্লাহর দ্বীনের রাস্তায় বের হবে বলে আয়োজকরা জানান ।

(ডিসি/এএস/জানুয়ারি ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test