E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদী জংশন ষ্টেশনের রেল ইয়ার্ডে ট্রেনের কামরা হতে ফ্যান ও ব্যাটারী চুরি

২০১৭ জানুয়ারি ০৬ ১৫:০৯:০০
ঈশ্বরদী জংশন ষ্টেশনের রেল ইয়ার্ডে ট্রেনের কামরা হতে ফ্যান ও ব্যাটারী চুরি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সার্বক্ষণিক রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাহারার মধ্যে পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগের বৃহত্তম ঈশ্বরদী জংশন ষ্টেশনের রেল ইয়ার্ডে রক্ষিত ট্রেনের কামরা হতে ফ্যান ও ব্যাটারী চুরির ঘটনা ঘটেছে।

জানা যায়, ইন্দোনেশিয়া হতে আমদানীকৃত যাত্রীবাহী ট্রেনের ১টি এসি কেবিন কোচ, ২টি এসি চেয়ার কোচ এবং জার্মানী হতে আমদানীকৃত ১টি এসি কেবিন কোচ, ১টি এসি চেয়ার কোচ ও পাওয়ার কার হতে এসব বৈদ্যুতিক সরঞ্জামাদি চুরি হয়েছে। চুরি যাওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে ১৯টি ফ্যান ও পাওয়ার কারের ১২ ভোল্টের ৪টি ব্যাটারি। ট্রেনের দরজা তালাবদ্ধ থাকায় চোর দুটি বগির সংযোগস্থলের প্লেট উঠিয়ে কামড়ায় ঢুকে চুরি সংঘঠিত করেছে বলে ঈশ্বরদী রেল থানার প্রাথমিক তদন্তে জানা গেছে।

রেলওয়ের ঈশ্বরদীর ইলেকট্রিক সাপ্লাই বিভাগ এবং ষ্টেশন সুপারিনটেন্ড চুরির বিষয়টি স্বীকার করেছেন। ঈশ্বরদী জংশন নিরাপত্তার জন্য রেলওয়ে থানা এবং রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী (আর এন বি) রয়েছে। রেল ইয়ার্ড রাত-দিন ২৪ ঘন্টা রেল নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাহারা দিয়ে থাকে। এই পাহারার মধ্যে কিভাবে চুরি সংঘঠেত হলে এনিয়ে রেলের বিভিন্ন মহলে প্রশ্নের সৃষ্টি হয়েছে।

চুরি বিষয়ে ষ্টেশন সুপার জানান, ইয়ার্ডে কথন কোন্ ট্রেন আসবে,একান্ ট্রেন ছেড়ে যাবে এবং ইয়ার্ডের কোথায় কোন্ বগি রাখা হবে এগুলো আমার দেখার দায়িত্ব। নিরাপত্তার জন্য আলাদা দুটি বিভাগ রয়েছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে রেলওয়ের পাকশী বিভাগীয় সদর দপ্তরের ডি,ই,ই মুঠোফোনে চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা আইনি ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া মোতাবেক কাজ করছি। রেলওয়ে থানার সেকেন্ড অফিসার জুবায়ের জানান, এ ঘটনায় ঈশ্বরদীস্থ রেলওয়ের ইলেকট্রিক বিভাগের উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী এম কে নূরুল ইসলাম বাদী হয়ে গত ৪ঠা জানুয়ারী রেল থানায় মামলা দায়ের করেছে। মামলা নং-২। তবে এই চুরি কবে সংঘঠিত হয়েছে এ বিষয়ে কেউই কিছু বলতে পারছে না।

(এসকেকে/এএস/জানুয়ারি ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test