E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরগঞ্জে উন্নয়ন মেলাকে কেন্দ্র করে ছুটির দিনেও কর্মব্যস্ততা

২০১৭ জানুয়ারি ০৬ ১৬:২৩:৪১
ঈশ্বরগঞ্জে উন্নয়ন মেলাকে কেন্দ্র করে ছুটির দিনেও কর্মব্যস্ততা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আগামী ৯ থেকে ১১ জানুয়ারি তিন দিনব্যাপি উন্নয়ন মেলাকে কেন্দ্র করে  সাপ্তাহিক ছুটির দিনেও বিভিন্ন দপ্তরে চলছে কর্মব্যস্ততা।

শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিস, কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য, শিক্ষা, প্রকৌশলী, মাধ্যমিক শিক্ষা ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ঘুরে এমন চিত্রই দেখা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে । ‘শেখ হাসিনার দর্শন-বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্যের আলোকে অনুষ্ঠিতব্য উন্নয়ন মেলাকে কেন্দ্র করে ইতোমধ্যে সম্পন্ন হয়েছে প্রস্তুতি সভা।

জানা গেছে, ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ ও ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ এবং গৃহীত উন্নয়ন কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে উপজেলা পরিষদের আয়োজনে আগামী ৯-১১ জানুয়ারি তিন দিনব্যাপি উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। উক্ত মেলা উপলক্ষে ৯ জানুয়ারি সকালে বর্ণাঢ্য র‌্যালিসহ রয়েছে বিভিন্ন বর্ণিল কর্মসূচি। প্রস্তুতি সভায় উল্লিখিত পদক্ষেপসমূহ বাস্তবায়নে সরকারের বিভিন্ন বিভাগের অংশগ্রহণ নিষ্কণ্ঠক করতে চলছে ২৪ টি স্টল নির্মাণের কাজ ।

মেলায় অংশগ্রহণকারী প্রতিটি বিভাগ বিগত ৮ বছরের উন্নয়ন সম্পর্কিত তাদের গৃহীত কর্মসূচি বাস্তবায়ন, অর্জনসহ সকল কর্মযজ্ঞের ফিরিস্তি ও যাবতীয় তথ্যাবলী জনসমক্ষে তুলে ধরবে ।

উপজেলা প্রকৌশলী সৈয়দ আব্দুস সবুর ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছফিউল্লাহ সরকার জানান, উন্নয়ন মেলাকে কেন্দ্র করে আমরা ছুটির দিনেও ব্যস্ত সময় পার করছি। আমরা আমাদের বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে জনসমক্ষে তুলে ধরতে চাই ।

উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার সরকার জানান, জনমুখী সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ সরকারের বিভিন্ন বিভাগ এ মেলার মাধ্যমে তাদের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরবে। আমরা মেলাকে কেন্দ্র করে একটু ভিন্ন আঙ্গিকে র‌্যালি, আলোচনা সভা, উন্নয়ন সম্পর্কিত বিতর্ক প্রতিযোগিতা, বাউল গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি ।

(এনএইচএম/এএস/জানুয়ারি ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test