E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় গৃহবধুকে শ্বাস রোধ হত্যা

২০১৪ জুন ১৫ ২১:০৮:০২
নওগাঁয় গৃহবধুকে শ্বাস রোধ হত্যা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রানীনগরে গৃহবধু তৃপ্তি রাণী (২৫)কে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে ঠিক এমনটিই উল্লেখ করা হয়েছে। দাবিকৃত দুই লাখ টাকা যৌতুক না পেয়ে স্বামী ও তার পরিবারের লোকজন গৃহবধু তৃপ্তি রাণী (২৫)কে শ্বাস রোধ করে হত্যা করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়।

কিন্তু ময়নাতদন্তে তৃপ্তিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে এমন রিপোর্ট পুলিশকে দেয়ার পরও স্থানীয় প্রভাবশালীদের যোগশাজশে আসামীদের গ্রেফতার না করে মামলাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে নিহতের পিতার পরিবার অভিযোগ করেছেন।

জানা গেছে, রাণীনগর উপজেলার শিয়ালা গ্রামের নরউত্তম চন্দ্র দেবনাথের মেয়ে তৃপ্তি রাণীকে ৭ বছর আগে একই উপজেলার খট্টেশ্বর রানীনগর গ্রামের প্রদীপ চন্দ্র দেবনাথ বিয়ে করে। বিয়ের সময় যৌতুক হিসেবে ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণ ও এককালিন ১৮ শতাংশ জমি মেয়ে ও জামাইয়ের নামে প্রদান করা হয়।

বিয়ের পর ৩/৪ বছর সুখে থাকলেও গত ৩বছর ধরে ২লাখ টাকা যৌতুকের দাবিতে প্রায় সময় গৃহবধু তৃপ্তি রানীকে মারপিট করে নির্যাতন করতো। এমতাবস্থায় গত ১১ই মে সন্ধ্যায় গৃহবধু তৃপ্তি রানীকে শ্বাসরোধ করে হত্যা করার পর তৃপ্তি আত্মহত্যা করেছে, এমন অপপ্রচার চালায় ঘাতক স্বামীর পরিবার।

এ ঘটনায় ১২ মে নিহতের বাবা নরউত্তম চন্দ্র দেবনাথ বাদী হয়ে মেয়ের স্বামী প্রদীপ চন্দ্র দেবনাথসহ ৭জনকে আসামি করে রাণীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী অফিসার এসআই আকরাম হোসেন জানান, মামলার এক আসামি গ্রেফতার করা হয়েছে। অপর আসামীরা উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে।

নওগাঁ সদর হাসপাতালের ময়না তদন্ত রিপোর্টে শ্বাসরোধ করে হত্যার কথা উল্লেখ করা হলেও মৃতের ভিসেরা রিপোর্ট ঢাকায় পাঠানো হয়েছে। ভিসেরা রিপোর্ট হাতে পেলেই সঠিক কারণ জানা যাবে।

(বিএম/এটিআর/জুন ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test