E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ত্রিশালে ৫ম শ্রেণীর ছাত্রী অপহরণ, থানায় মামলা

২০১৭ জানুয়ারি ০৬ ১৯:২৫:৫৮
ত্রিশালে ৫ম শ্রেণীর ছাত্রী অপহরণ, থানায় মামলা

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়েরগ্রাম থেকে পঞ্চম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে অপহরণ করে নেয়ার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় গত বৃহষ্পতিবার রাতে ত্রিশাল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অপহৃত মাদরাসাছাত্রীর বাবা বাদি হয়ে মামলাটি করেন। মামলায় ফেনীর দাগনভূইয়ার আলীপুর গ্রামের সালামত উল্লাহর ছেলে আবদুল আজিজসহ অজ্ঞাতনামা আরো দুই জনকে আসামী করা হয়েছে। 

অপহৃতার পরিবার ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার রায়ের গ্রামের ফকিরবাড়ির মো. তারা মিয়ার ১০বছরের মেয়ে স্থানীয় শহীদ স্মৃতি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার মাদ্রাসায় যাওয়া আসার পথে ওই ছাত্রীকে প্রায় সময়ই বিভিন্ন ধরণের কু-প্রস্তাব দিয়ে উত্যাক্ত করে আসছিল একই গ্রামের শিল্পপতি মানিক মিয়ার প্রাইভেটকারচালক ফেনীর দাগনভূইয়ার আলীপুর গ্রামের নাম সালামত উল্লাহর ছেলে আবদুল আজিজ। কিন্তু কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনার দিন গত বুধবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে ২-৩ জনের সহায়তায় আবদুল আজিজ ওই ছাত্রীকে সুমাইয়া জোড়পূর্বক সিএনজি চালিত একটি অটোরিক্সায় তুলে নেয়। এসময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসার সাথে সাথেই অপহরণকারীরা তাকে নিয়ে পালিয়ে যায়।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ওই ঘটনায় মামলা হয়েছে। ভিকটিম উদ্ধার ও আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

(এমএন/এএস/জানুয়ারি ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test