E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরীপুরে ডা. মুকতাদির  চুক্ষু হাসপাতালে বিনামুল্যে চোখ অপারেশন

২০১৭ জানুয়ারি ০৭ ১৭:১০:০৯
গৌরীপুরে ডা. মুকতাদির  চুক্ষু হাসপাতালে বিনামুল্যে চোখ অপারেশন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে বোকাইনগর নয়াপাড়া ডা. একেএম মুক্তাদির চক্ষু হাসপাতালের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৪০তম ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজিম উদ্দিন আহামেদ এমপি সপ্তাহব্যাপী বিনামুল্যে ছানি অপরাশেন ক্যাম্পের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন বোকাইনগর ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ। হাসপাতাল সূত্রে জানা গেছে, বিশিষ্ট চক্ষু চিকিৎসক একেএম মুক্তাদির নিজ উদ্যোগে ১৯৭৬ ইং সন থেকে বিনা মূল্যে চক্ষু অপারেশন করে প্রায় ২০ হাজার মানুষের চোখের অন্ধত্ব ঘুচিয়ে চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। ব্যক্তিগত উদ্যোগে তিনি নিজ গ্রাম নয়াপাড়ায় হাসপাতাল প্রতিষ্ঠা করে দেশের হতদরিদ্র জন গোষ্টিকে বিনা ও স্বল্প খরচে চোখের সেবায় প্রদান করে যাচ্ছেন। এছর ৫৩৭ জন রোগীর বিনামুল্যে চোখের ছানি অপারেশন করা হবে। অপারেশন করবেন হাসপাতালের প্রতিষ্টাতা ডাঃ একেএম মুক্তাাদির, চক্ষু সার্জন রবিউল হাসান, জুনিয়র কন-সালটেন্ট আবু সালেহ মোহাম্মদ রিয়াজী, মেডিকেল অফিসার ডা. মোতাহারুল সাদাত প্রমুখ।

এ অপারেশন চলবে আগামী ২০ জানুয়ারি পর্যন্ত। ছানি আপারেশনের উদ্বোধনী অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদ এমপি ও ইউপি চেয়ারম্যান হাবিব উল্লাহ হাবিবকে সম্মাননা প্রদান করেন হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ একেএম মুকতাদির।

(এসআইএম/এএস/জানুয়ারি ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test